গতকাল নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্ট ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় ভারতের। যার ফলে ১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার। আর এরপরই দলের অন্দরে একগুচ্ছ কড়া নির্দেশিকা আনলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর , তারকা ক্রিকেটারদের জন্য অলিখিত ‘সুবিধা’গুলোও ছেঁটে ফেলা হয়েছে।
জানা যাচ্ছে, গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং কমিটি দলের সকল ক্রিকেটারকে একটি নির্দেশ দিয়েছেন। ১ নভেম্বর থেকে টেস্ট শুরু হওয়ার আগে দু’টি অনুশীলন হবে। সেই দু’টি অনুশীলনে প্রত্যেক ক্রিকেটারকে থাকতে হবে। ৩০ ও ৩১ অক্টোবর সেই দু’টি অনুশীলন হবে। কোনও ক্রিকেটার চাইলেও তা এড়াতে পারবেন না। জানা গিয়েছে, দু’দিনই পুরো অনুশীলন হবে। সেখানে প্রত্যেককে ঘাম ঝরাতে হবে।
ভারতীয় দলের প্রথা অনুযায়ী, মাঝে মাঝেই ‘ঐচ্ছিক’ অনুশীলনের ব্যবস্থা থাকে। দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটাররাই সেই অনুশীলনে যান না। হোটেলে থেকে হালকা গা ঘামান তাঁরা। সেই ক্ষেত্রেই বাধা আনলেন গম্ভীর।
আরও পড়ুন- কিউইদের কাছে ম্যাচ হারতেই গম্ভীরকে বিশেষ বার্তা শাস্ত্রীর