Monday, November 3, 2025

দুর্যোগে মানুষের পাশে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, কোলাঘাটে বিজয়া সম্মিলনীতে মন্তব্য কুণালের

Date:

বিরোধীরা যখন কুৎসা-অপপ্রচারে ব্যস্ত তখন মানুষের পাশে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। দুর্যোগে হোক বা মানুষের প্রয়োজনে, তৃণমূল পাশে আছে। এই যে প্রাকৃতিক দুর্যোগ গেল, প্রকৃতি রুষ্ট হল, তখন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরাই প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের পাশে থেকেছেন। সেই কথা ফের মনে করিয়ে দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তিনি বলেন, আমরা যে দল করি, সেই দল মানুষের পাশে থাকে।এ জন্যই তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে গর্ব হয়।

রবিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাটের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেস কর্মী- সমর্থকদের স্যালুট জানান। তার পরামর্শ, মানুষের কাছে আবার যেতে হবে। বিজয়া সম্মিলনীতে তিনি তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন। মানুষকে জানাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সবার উন্নয়নের কথা ভেবেছেন। যারা অন্য দলকে ভোট দিয়েছেন, তারাও উন্নয়নের সুবিধা পেয়েছেন। দ্বিতীয়ত, কেন্দ্রের বঞ্চনা নিয়ে সাধারণ মানুষকে বলবেন। ১০০ দিনের টাকা, আবাসের টাকা সব দিয়েছে রাজ্য। রাজ্যের থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়েও রাজ্যকে প্রাপ্য টাকা দেয়নি কেন্দ্র। লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে বলতে হবে কেন্দ্রীয় সরকার তাদের কর্তব্য করছে না। তৃতীয়ত, বিজেপি-সিপিএম-অতি বামেদের কুৎসার পাল্টা প্রচার চালাতে হবে।

এদিন কুণাল বলেন, ভুল হলে সংশোধন করে নিয়ে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীদেরই। সবে তিনবার মা-মাটি-মানুষের সরকার হয়েছে। চতুর্থবারও হবে। ২০২৬-এ আড়াইশোরও বেশি আসনে জিতে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। চোখে চোখ রেখে লড়াই হবে, দিল্লির সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই হবে, সিপিএমের কুৎসার বিরুদ্ধে লড়াই হবে, রাম-বাম জোটের বিরুদ্ধে লড়াই হবে। তিনি বলেন, এলাকায় যে সমস্যা ছিল, তার সমাধান করা গিয়েছে। আরও যা কাজ বাকি আছে, সেগুলো ধীরে ধীরে হবে। মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরদারি রয়েছে। আজ ১৬৫টি বিজয়া সম্মিলনী হচ্ছে। জেলা-ব্লক মিলিয়ে গোটা রাজ্যে এদিন হচ্ছে ১২০০টিরও বেশি বিজয়া সম্মিলনী।








 

Related articles

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...
Exit mobile version