Saturday, August 23, 2025

জনপ্রিয় হওয়ার নেশা! বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে গ্রেফতার যুবকের তাজ্জব যুক্তি

Date:

একের পর এক আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমানে (Airline) বোমাতঙ্ক (Bomb Threats) ছড়ানোর ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছিল কেন্দ্রের প্রশাসন। ১৪ অক্টোবর থেকে এখনও পর্যন্ত প্রায় ২৭৫টি বিমানে (Airline) বোমাতঙ্ক ছড়িয়েছে। সেই আবহে শনিবার বোমাতঙ্ক ছড়ানোর অপরাধে আরও এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির উত্তম নগর (Uttam Nagar) এলাকার বাসিন্দা শুভম উপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারীরা। কেন এমন কাজ করলেন তিনি? এই প্রশ্নের উত্তরে শুভমেরর কথা শুনে তাজ্জব তদন্তকারীরা। অভিযুক্ত যুবক জানিয়েছেন, রাতারাতি জনপ্রিয় হতে নতুন খেলায় নামেন বেকার এই যুবক!

গত কয়েক সপ্তাহ ধরেই বিমানে বোমাতঙ্ক (Bomb Threats) ছড়িয়ে পড়ছিল। বেশির ভাগ ক্ষেত্রেই সমাজমাধ্যমে বোমাতঙ্ক ছড়িয়েছে, যার জেরে একাধিক বিমান বাতিল হয়েছে। কোনওটির যাত্রাপথ বদল হয়েছে। পরে দেখা গিয়েছে, সবই ভুয়ো বোমাতঙ্ক। এর আগে ভুয়ো খবর ছড়ানোর দায়ে মুম্বই (Mumbai) পুলিশ ১৭ বছরের নাবালককে গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে খবর, নিজের বন্ধুকে ফাঁসানোর জন্য পরপর বিমানে বোমাতঙ্ক ছড়াচ্ছিল ওই নাবালক। আর দিল্লির এই যুবক চেয়েছিল ‘অ্যাটেনশন’! সম্প্রতি একের পর এক বিমানে বোমাতঙ্ক ছড়ানো সম্পর্কে টিভিতে যে খবর দেখানো হচ্ছে, তা দেখেই অভিযুক্ত যুবক পরিকল্পনা করেছিলেন।

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের (Delhi Indira Gandhi Airport) ডিসিপি (DSP) ঊষা রঙ্গানি সংবাদমাধ্যম জানিয়েছেন, “শুভম সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। মজার ছলেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। মূলত ‘প্র্যাঙ্ক’ হিসাবে পোস্ট করতে গিয়ে বিপদ ডেকে আনেন শুভম। অভিযুক্ত যুবক জানিয়েছেন, টিভি দেখেই প্রথম বোমাতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করেছিলেন তিনি! তাঁর বিরুদ্ধে অসামরিক বিমান চলাচল সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারা তাঁর বিরুদ্ধে অসামরিক বিমান চলাচল সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।”

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version