আগামিকাল এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে লাল-হলুদের সামনে বসুন্ধরা কিংস, জয়ই লক্ষ্য ইস্টবেঙ্গল কোচের

আগামিকাল এএফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। তবে পরপর ৮ ম্যাচে হারের পর এএফসি চ্যালেঞ্জ লিগে ভুটানের পারো এফসির বিরুদ্ধে ড্র, কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে লাল-হলুদ শিবিরে। মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংস। এই ম্যাচটা জিততে না পারলে, টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যাবে ইস্টবেঙ্গল। লাল-হলুদের কোচ অস্কার টানা ছ’টি মরশুম বসুন্ধরার কোচ ছিলেন। ফলে বাংলাদেশের ক্লাবের নাড়ি-নক্ষত্র নিজের হাতের তালুর মতোই চেনেন। আর এই ম্যাচে তাই সাবধানি হয়ে জয়ই লক্ষ্য লাল-হলুদ কোচের।

এই নিয়ে সোমবার মিডিয়ার মুখোমুখি হয়ে অস্কার বলেন, ‘‘পরিস্থিতি সম্পর্কে ফুটবলাররা ওয়াকিবহাল। ওরা জানে, ম্যাচটা জেতা ছাড়া পথ নেই। নিজেদের সেরাটা দিতে তৈরি। “এই ম্যাচটা যে তাঁর কাছে আবেগের ম্যাচ, সেটা গোপন করেননি অস্কার। তিনি বলেন, ‘‘বসুন্ধরাকে ছয় বছর কোচিং করিয়েছি। সাফল্যও পেয়েছি। ওদের অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার সম্পর্কে আমি জানি। তবে বসুন্ধরায় এখন নতুন কোচ এসেছে। খেলার ধরনেও বদল এসেছে। তবে আমরা কাল শুরু থেকেই তিন পয়েন্টের জন্য ঝাঁপাব।“

পারো ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ স্পষ্ট জানিয়েছিলেন, ডিফেন্ডারদের সঙ্গে মিডফিল্ডারদের ব্যবধান কম রাখাই তাঁর লক্ষ্য। বসুন্ধরার মুখোমুখি হওয়ার আগে প্র্যাকটিসে এই বিষয়ে জোর দিয়েছেন অস্কার। পাশাপাশি বাড়তি সময় দিয়েছেন দিয়ামানতাকোস, তালাল, ক্লেটনদের। ফুটবলারদের অস্কারের স্পষ্ট নির্দেশ, সুযোগ নষ্ট করা চলবে না। প্রতিপক্ষের বক্সের ভিতরে আরও তৎপর হতে হবে। আনোয়ার আলি, হেক্টর ইয়ুস্তে, হিজাজি মাহেরদের প্রতি ইস্টবেঙ্গল কোচের টিপস, কিছুতেই গোল হজম করা চলবে না।

আরও পড়ুন- বুধবার বাগানের সামনে হায়দরাবাদ, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের