Saturday, January 24, 2026

হাসপাতালের অনুমোদনে কেন্দ্রীয় বৈষম্য, কেন্দ্রের জবাব তলব কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

বাংলার সঙ্গে বৈষম্যের ছবি ফের স্পষ্ট হয়ে উঠল। মোদি সরকারের বৈষম্যের শিকার হয়েছে বাংলা, এই অভিযোগে একাধিক বার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মেডিক্যাল কলেজের অনুমোদনের ক্ষেত্রে এই বৈষম্যের ছবি সামনে এসেছে। সোমবার কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) এর নির্দেশে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) অভিযোগই মান্যতা পেল।

ন্যাশানাল মেডিক্যাল কাউন্সিলের (NMC) নিয়ম অনুসারে চাকদহের বেসরকারি মন্দাকিনী মেডিক্যাল কলেজের (Mandakini Institute of Medical Sciences and Hospital) সমস্ত প্যারামিটার সম্পূর্ণ থাকা সত্ত্বেও ন্যাশানাল মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে মিলল না অনুমোদন। এদিকে মহারাষ্ট্র (Maharastha) বিধানসভার ভোটের আগে ভোট বৈতরণী পেরতে সেই রাজ্যের ৫টা মেডিক্যাল কলেজ ‘প্রস্তাব’ দিয়েই অনুমোদন মিলেছে বলে একাংশের অভিযোগ। প্যারামিটার সম্পূর্ণ করাটা তো দূরহস্ত।

সোমবার কলকাতা হাই কোর্ট বিচারপতি শুভেন্দু সামন্তের বেঞ্চে এই মামলা আসে, এই মামলায় চাকদাহের বেসরকারি মন্দাকিনী মেডিক্যাল কলেজ (Mandakini Institute of Medical Science and Hospital) তরফ থেকে বলা হয়, ন্যাশানাল মেডিক্যাল কাউন্সিল পরিদর্শণে এসে দেখেন কিছু টিচিং স্টাফ কম রয়েছে। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি ছিল বেশ কয়েকজন অধ্যক্ষ ছুটিতে থাকার কারণে যেদিন পরিদর্শণ হয় সেদিন তাঁরা অনুপস্থিত ছিল। ফলে বাকি প্যারামিটার সম্পূর্ণ থাকা সত্ত্বেও হাসপাতাল কয়েকজন টিচিং স্টাফ ছুটিতে থাকার কারণে এ রাজ্যে মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়ে ন্যাশানাল মেডিক্যাল কাউন্সিলের আইনজীবির দিক থেকেও কোন যুক্তি বা উত্তর ছিল না। এই তথ্য সামনে আসতেই বৈষম্যের বিষয়টি কার্যত স্পষ্ট হয়ে যায়।

এরপর বিচারক শুভেন্দু সামন্ত নির্দেশ দেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রকের অধীনস্ত মেডিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টকে এই বিষয়ে আগামী দু’দিন অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে চাকদহ মেডিক্যাল কলেজের অনুমোদনের পুর্নর্বিবেচনা করে সিদ্ধান্ত জানাতে হবে।

আরও পড়ুন- পিছিয়ে গেল গগনযান মিশনের দিনক্ষণ! ‘চন্দ্রযান-৪’ নিয়েও বড় আপডেট ইসরোর

 

spot_img

Related articles

প্রাক্তনের সঙ্গে মাঠে আঙুল তুলে কথা ভারতীয় অলরাউন্ডারের, কার্তিক-হার্দিক বাদানুবাদের ভিডিও প্রকাশ্যে

রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঈশান (Ishan Kishan) ঝড় আর সূর্য (Surya Kumar) সুনামিতে পর্যুদস্ত নিউজিল্যান্ড। শুক্রবার রাত থেকে...

পারদ চড়ছে, ইরানের উপকূলের দিকে এগোচ্ছে মার্কিন নৌবহর

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ছে। ইরানের উপকূলের দিকে এগোচ্ছে মার্কিন (America) নৌবহর। ট্রাম্পের এই ঘোষণার পরেই নতুন করে পরিস্থিতি...

ক্যালেন্ডারের পাতায় ধরা দিল কলকাতার ঐতিহাসিক স্থাপত্য 

কলকাতার হেরিটেজ ল্যান্ডমার্ক (Heritage landmark of Kolkata) এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতে পি অ্যান্ড সি এবং...

বারাসতের প্রাথমিক স্কুলে সরস্বতীপুজো নিয়ে ভুয়ো পোস্ট! সতর্ক করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জেলা পুলিশের

বারাসতের (Barasat) ময়নার (Moina) প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতীপুজো নিয়ে স্যোশাল মিডিয়ায় ভুয়ো খবর রটানো হচ্ছে। অফিশিয়াল পোস্টে জানাল বারাসত...