Thursday, August 28, 2025

এসএসকেএমে ভাঙা কাঁচি-কাণ্ড! রাজ্যকে বদনামের ‘কর্মসূচি’ কটাক্ষ শাসকের

Date:

ফের একবার সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সরঞ্জাম নিয়ে বিতর্ক। এক জুনিয়র চিকিৎসক দাবি করেন অস্ত্রোপচারের (operation) সময় ভেঙে যায় কাঁচি। ভাঙা কাঁচির ছবি ছড়িয়ে ফের প্রচারে আসার চেষ্টা জুনিয়র চিকিৎসকদের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরকে রিপোর্ট দিয়েছে এসএসকেএম (SSKM Hospital) কর্তৃপক্ষ। যদিও এভাবে রাজ্য সরকারের প্রতিষ্ঠানকে সকলের চোখে ছোট করে বেসরকারি ক্ষেত্রে রোগী পাঠানোর পরিকল্পনা বলে দাবি রাজ্যের শাসকদলের।

এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) এক জুনিয়র চিকিৎসক (junior doctor) অস্ত্রোপচারের সময় ছুরি ভেঙে যাওয়ার অভিযোগ তোলেন। এর আগে আর জি কর হাসপাতালে (R G Kar Medical College and Hospital) রক্তমাখা গ্লাভস পাওয়ার ঘটনায় স্বাস্থ্য দফতর তদন্ত শুরু করেছে। তারপরেও সোমবার এসএসকেএমের (SSKM Hospital) ঘটনায় প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা।

যদিও শাসকদলের দাবি জুনিয়র চিকিৎসকদের একাংশ স্বাস্থ্য ব্যবস্থাকে প্রভাবিত করতে চান এই ধরনের ঘটনার প্রচার করে। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ দাবি করেন, কখনও রক্তমাখা গ্লাভস, কখনও জং ধরা কাঁচি তুলে ধরা এখন তাঁদের ‘কর্মসূচি’র মধ্যে পড়ে গিয়েছে। জনবিচ্ছিন্ন চিকিৎসকদের এভাবে প্রচারে থাকাকে কটাক্ষ করেন তিনি। সেই সঙ্গে দাবি করেন, যে চিকিৎসকরা স্বাস্থ্য ব্যবস্থার সব খবর রাখেন তাঁরাই জানেন সরকারের প্রতিষ্ঠানকে কীভাবে বদনাম (defame) করা যাবে, যাতে বেসরকারি প্রতিষ্ঠানে (private hospital) রোগীদের ঠেলে দেওয়া যায়।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version