Thursday, August 21, 2025

হ্যাকের শিকার? কলকাতা হাই কোর্টের লাইভ স্ট্রিমিংয়ে হঠাৎ অশ্লীল ছবি!

Date:

Share post:

সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)! হ্যাকারদের হানায় রাজ্যের সর্বোচ্চ আদালত। শুনানি চলাকালীন অদ্ভুত ঘটনা। শুনানির লাইভ স্ট্রিমিং চলাকালীন হঠাৎ এজলাসের ছবি বদলে চলতে শুরু করে অশ্লীল ভিডিও। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় স্ট্রিমিং। তবে কম সময় নয়, প্রায় কয়েক মিনিট ধরেই অশ্লীল ছবি দেখা যাচ্ছিল। কিন্তু যান্ত্রিক কারণে খুব তড়িঘড়ি করে কিছু করা যাচ্ছিল না। এরপর ‘মোড অফ অপারেশন’ (Mode Of Operation) টা দ্রুত ‘প্রাইভেট’ (Private) করে নেওয়া হয়। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে যান বিচারপতি থেকে আইনজীবীরা।

বর্তমানে হাই কোর্ট ছুটি থাকায় অবকাশকালীন বেঞ্চে চলছে শুনানি। সোমবারও সেভাবেই ৭ নম্বর ঘরে বিচারপতি শুভেন্দু সামন্তর এজলাসে শুনানি চলছিল। সূত্রের খবর, সেই লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল ইউটিউবে (YouTube)। সেই সময় আচমকাই সেখানে অশ্লীল ভিডিও (Adult Video) চলতে শুরু করে। এরপরই শোরগোল পড়ে যায়। বিষয়টি হাইকোর্টের আইটি সেলের তরফে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্ট (Calcutta High Court) সূত্রে খবর। সাধারণত কোনও হ্যাক (Hack) হওয়ার ঘটনা ঘটলে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার কথা। যদিও এখনও পর্যন্ত নিকটবর্তী হেয়ার স্ট্রিট থানায় (Hare Street Police Station) এই নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর। সে ক্ষেত্রে হাইকোর্টের কোনও কর্মীর গাফিলতি ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

মাসখানেক আগেই সুপ্রিম কোর্টের (Supreme Court) ইউটিউব পেজ হ্যাক হওয়ার অভিযোগ ওঠে। অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে রাতারাতি ‘উধাও’ হয়ে যায় আরজি কর মামলার শুনানির ভিডিয়ো। নিরাপত্তায় বড়সড় ত্রুটি সামনে আসে ওই ঘটনায়। সুপ্রিম কোর্টের চ্যানেলটিই খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটি ভিডিও-তে ক্লিক করলে অপর ভিডিয়ো খুলে যাচ্ছিল। এবার কলকাতা হাইকোর্টের এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে সেটা খতিয়ে দেখার দাবিও উঠছে।

spot_img

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...