Wednesday, November 5, 2025

বদলাবে ভিআইপি রোডের জল-যন্ত্রনার চিত্র, নয়া প্রস্তাব পুরসভার

Date:

শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা এখন আর জমা জলের দুর্ভোগ দীর্ঘ সময় ধরে পোহায় না। গত সপ্তাহে ঘূর্নিঝড় ডানার প্রভাবে যে মুষলধারায় বৃষ্টি হয় তাতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বেশ কিছু রাস্তায় জল জমে যায়। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তৎপরতা ছিল দেখার মত। কিন্তু ভিআইপি রোড (VIP Road) বা চিনার পার্ক, কিছু ক্ষণ বৃষ্টি হলেই ওই এলাকার রাস্তা ও সার্ভিস রোড, সবই জলমগ্ন হয়ে পড়ে। অফিস যাত্রার সময় এই জলযন্ত্রনায় রীতিমত বিরক্ত সকলে। আর তাই এবার নয়া পদ্ধতি অবলম্বন করতে চলেছে প্রশাসন। বদলাতে চলেছে সেই চেনা চিত্রের।

প্রতিবার কিছুক্ষণ বৃষ্টি হলেই ভিআইপি রোডের হলদিরাম (Haldiram) এলাকা পুরোপুরি জলে ডুবে যায়। যার জেরে জল দ্রুত নামতেও সময় নেয় প্রচুর। তবে এবার বদলাতে চলছে পরিস্থিতি, এমনটাই খবর সূত্র মারফত। বিধানসভার পুরসভা (Bidhannagar Municipal Corporation) ও পূর্ত দফতরের (PWD) আধিকারিকেরা জানাচ্ছেন, দুর্গাপুজোর আগে, পুলিশ ও সেচ দফতরের কর্তারা মিলে বৈঠকে বসেছিলেন। সেখানে হলদিরাম এলাকার জল-যন্ত্রণা (Water Logged) নিয়ে আলোচনা হয়। তাই পুজোর আগে সমস্যা মেটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভিআইপি রোডের নীচ দিয়ে বা চিনার পার্কের নীচ দিয়ে ওই জল নামানো হবে। তার জন্য গঠন করা হবে বিকল্প নিকাশি নালা। এ বিষয়ে বিধাননগর পুরসভার তরফে পূর্ত দফতরকে প্রস্তাবও দেওয়া হয়েছে।

সূত্রের খবর এই সিদ্ধান্তে আধিকারিক মহলের একাংশ জানিয়েছিল যে, জনসংখ্যার তুলনায় ওই দুই এলাকার নিকাশি নালাগুলির জল বহন ক্ষমতা অনেকটাই কম। সেই সঙ্গে গড়িয়া- বিমানবন্দর মেট্রোর (Metro) নির্মাণকাজের জন্য নিকাশি নালার মুখ অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে গিয়েছে। তাই জমা জল বার করতে ভিআইপি রোড বা চিনার পার্কের (Chinar Park) নীচ দিয়ে নিকাশি নালা তৈরি করতে হবে। এর ফলে ভবিষ্যৎ এ বৃষ্টি হলেও কোনো জল যন্ত্রণায় ভুগতে হবে না সাধারণ জনগণকে। পাশপাশি যানজট আর তৈরি হবে না। ইতিমধ্যেই উপরমহলে পাঠানো হয়েছে সেই তথ্য। এবার অপেক্ষা শুধু কর্তৃপক্ষের নির্দেশের।

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version