Friday, January 2, 2026

নয়ডায় আন্তর্জাতিক মাদকচক্রের পর্দাফাঁস এনসিবির, গ্রেফতার তিহারের ওয়ার্ডেন সহ ৩

Date:

Share post:

জাতীয় রাজধানী দিল্লি লাগোয়া গ্রেটার নয়ডায় একটি বেআইনি মেথামফেটামিন উৎপাদন পরীক্ষাগারকে ধ্বংস করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ঘটনাস্থল থেকে তিহার জেলের ওয়ার্ডেন, দিল্লির এক ব্যবসায়ী এবং মুম্বইয়ের এক রসায়নবিদকে আটক করেছে এনসিবি। সেইসঙ্গে ৯৫ কেজি ড্রাগ আটক করা হয়েছে।

এনসিবি জানিয়েছে, এটি মেক্সিকান ড্রাগ কার্টেল। কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারেশনের সদস্যদের সাথে যুক্ত একটি গোপন মেথামফেটামিন উৎপাদন পরীক্ষাগার। এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং বলেছেন, মুম্বই-ভিত্তিক একজন রসায়নবিদ এবং তিহাড় জেলের এক ওয়ার্ডেন সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এনসিবি একজন মেক্সিকান নাগরিকের সন্ধানে রয়েছে, যিনি সন্দেহভাজন কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারেশনের সদস্য। এই ব্যক্তি দিল্লিতে বসবাস করছিলেন এবং ড্রাগের বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল। জ্ঞানেশ্বর সিং বলেন, দিল্লি এনসিআরে মেথামফেটামিন এর মতো কৃত্রিম ওষুধ তৈরির করে অন্যান্য দেশে রফতানির পাশাপাশি ভারতে সেবনের জন্য একটি পরীক্ষাগার স্থাপন করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে গ্রেটার নয়ডার কাসানা শিল্প এলাকার একটি কারখানায় অনুসন্ধান অভিযান চালিয়ে কঠিন এবং তরল আকারে প্রায় ৯৫ কেজি মেথামফেটামিন পাওয়া যায়। অ্যাসিটোন, সোডিয়াম হাইড্রক্সাইড, মিথিলিন ক্লোরাইড, প্রিমিয়াম গ্রেড ইথানল, টলুইন, রেড ফসফরাস, ইথাইল অ্যাসিটেট ইত্যাদি রাসায়নিক এবং উত্পাদনের জন্য আমদানি করা যন্ত্রপাতিও মিলেছে।

দিল্লি পুলিশের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এর ওয়েবসাইট অনুসারে, কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারসিয়ন বিশ্বের পাঁচটি সবচেয়ে বিপজ্জনক ট্রান্সন্যাশনাল অপরাধী সংস্থার একটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে টন কোকেন, মেথামফেটামিন এবং ফেন্টানাইল-লেসড হেরোইন পাচারের জন্য দায়ী। খোদ রাজধানী সংলগ্ন এলাকায় এই চক্রের হদিশ পেয়ে উদ্বেগে প্রশাসন।

আরও পড়ুন- মুরগির মাংসের চাহিদা মেটাতে উদ্যোগী রাজ্য, কল্যাণীতে তৈরি হচ্ছে অত্যাধুনিক প্রক্রিয়াকরণ কেন্দ্র

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...