Thursday, January 22, 2026

নয়ডায় আন্তর্জাতিক মাদকচক্রের পর্দাফাঁস এনসিবির, গ্রেফতার তিহারের ওয়ার্ডেন সহ ৩

Date:

Share post:

জাতীয় রাজধানী দিল্লি লাগোয়া গ্রেটার নয়ডায় একটি বেআইনি মেথামফেটামিন উৎপাদন পরীক্ষাগারকে ধ্বংস করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ঘটনাস্থল থেকে তিহার জেলের ওয়ার্ডেন, দিল্লির এক ব্যবসায়ী এবং মুম্বইয়ের এক রসায়নবিদকে আটক করেছে এনসিবি। সেইসঙ্গে ৯৫ কেজি ড্রাগ আটক করা হয়েছে।

এনসিবি জানিয়েছে, এটি মেক্সিকান ড্রাগ কার্টেল। কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারেশনের সদস্যদের সাথে যুক্ত একটি গোপন মেথামফেটামিন উৎপাদন পরীক্ষাগার। এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং বলেছেন, মুম্বই-ভিত্তিক একজন রসায়নবিদ এবং তিহাড় জেলের এক ওয়ার্ডেন সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এনসিবি একজন মেক্সিকান নাগরিকের সন্ধানে রয়েছে, যিনি সন্দেহভাজন কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারেশনের সদস্য। এই ব্যক্তি দিল্লিতে বসবাস করছিলেন এবং ড্রাগের বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল। জ্ঞানেশ্বর সিং বলেন, দিল্লি এনসিআরে মেথামফেটামিন এর মতো কৃত্রিম ওষুধ তৈরির করে অন্যান্য দেশে রফতানির পাশাপাশি ভারতে সেবনের জন্য একটি পরীক্ষাগার স্থাপন করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে গ্রেটার নয়ডার কাসানা শিল্প এলাকার একটি কারখানায় অনুসন্ধান অভিযান চালিয়ে কঠিন এবং তরল আকারে প্রায় ৯৫ কেজি মেথামফেটামিন পাওয়া যায়। অ্যাসিটোন, সোডিয়াম হাইড্রক্সাইড, মিথিলিন ক্লোরাইড, প্রিমিয়াম গ্রেড ইথানল, টলুইন, রেড ফসফরাস, ইথাইল অ্যাসিটেট ইত্যাদি রাসায়নিক এবং উত্পাদনের জন্য আমদানি করা যন্ত্রপাতিও মিলেছে।

দিল্লি পুলিশের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এর ওয়েবসাইট অনুসারে, কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারসিয়ন বিশ্বের পাঁচটি সবচেয়ে বিপজ্জনক ট্রান্সন্যাশনাল অপরাধী সংস্থার একটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে টন কোকেন, মেথামফেটামিন এবং ফেন্টানাইল-লেসড হেরোইন পাচারের জন্য দায়ী। খোদ রাজধানী সংলগ্ন এলাকায় এই চক্রের হদিশ পেয়ে উদ্বেগে প্রশাসন।

আরও পড়ুন- মুরগির মাংসের চাহিদা মেটাতে উদ্যোগী রাজ্য, কল্যাণীতে তৈরি হচ্ছে অত্যাধুনিক প্রক্রিয়াকরণ কেন্দ্র

spot_img

Related articles

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...