Tuesday, August 26, 2025

নয়ডায় আন্তর্জাতিক মাদকচক্রের পর্দাফাঁস এনসিবির, গ্রেফতার তিহারের ওয়ার্ডেন সহ ৩

Date:

Share post:

জাতীয় রাজধানী দিল্লি লাগোয়া গ্রেটার নয়ডায় একটি বেআইনি মেথামফেটামিন উৎপাদন পরীক্ষাগারকে ধ্বংস করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ঘটনাস্থল থেকে তিহার জেলের ওয়ার্ডেন, দিল্লির এক ব্যবসায়ী এবং মুম্বইয়ের এক রসায়নবিদকে আটক করেছে এনসিবি। সেইসঙ্গে ৯৫ কেজি ড্রাগ আটক করা হয়েছে।

এনসিবি জানিয়েছে, এটি মেক্সিকান ড্রাগ কার্টেল। কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারেশনের সদস্যদের সাথে যুক্ত একটি গোপন মেথামফেটামিন উৎপাদন পরীক্ষাগার। এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং বলেছেন, মুম্বই-ভিত্তিক একজন রসায়নবিদ এবং তিহাড় জেলের এক ওয়ার্ডেন সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এনসিবি একজন মেক্সিকান নাগরিকের সন্ধানে রয়েছে, যিনি সন্দেহভাজন কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারেশনের সদস্য। এই ব্যক্তি দিল্লিতে বসবাস করছিলেন এবং ড্রাগের বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল। জ্ঞানেশ্বর সিং বলেন, দিল্লি এনসিআরে মেথামফেটামিন এর মতো কৃত্রিম ওষুধ তৈরির করে অন্যান্য দেশে রফতানির পাশাপাশি ভারতে সেবনের জন্য একটি পরীক্ষাগার স্থাপন করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে গ্রেটার নয়ডার কাসানা শিল্প এলাকার একটি কারখানায় অনুসন্ধান অভিযান চালিয়ে কঠিন এবং তরল আকারে প্রায় ৯৫ কেজি মেথামফেটামিন পাওয়া যায়। অ্যাসিটোন, সোডিয়াম হাইড্রক্সাইড, মিথিলিন ক্লোরাইড, প্রিমিয়াম গ্রেড ইথানল, টলুইন, রেড ফসফরাস, ইথাইল অ্যাসিটেট ইত্যাদি রাসায়নিক এবং উত্পাদনের জন্য আমদানি করা যন্ত্রপাতিও মিলেছে।

দিল্লি পুলিশের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এর ওয়েবসাইট অনুসারে, কার্টেল ডি জালিস্কো নুয়েভা জেনারসিয়ন বিশ্বের পাঁচটি সবচেয়ে বিপজ্জনক ট্রান্সন্যাশনাল অপরাধী সংস্থার একটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে টন কোকেন, মেথামফেটামিন এবং ফেন্টানাইল-লেসড হেরোইন পাচারের জন্য দায়ী। খোদ রাজধানী সংলগ্ন এলাকায় এই চক্রের হদিশ পেয়ে উদ্বেগে প্রশাসন।

আরও পড়ুন- মুরগির মাংসের চাহিদা মেটাতে উদ্যোগী রাজ্য, কল্যাণীতে তৈরি হচ্ছে অত্যাধুনিক প্রক্রিয়াকরণ কেন্দ্র

spot_img

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...