হড়পা বানে বিপর্যস্ত স্পেন! ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি, মৃত অন্তত ৫১

ভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি স্পেন (Spain)। লাগাতার একটানা বৃষ্টি ও হড়পা বানের জড়া ফলায় কার্যত তছনছ পরিস্থিতি স্পেনের পূর্ব ও দক্ষিণ অংশে। ইতিমধ্যেই এই ঘটনায় মৃত্যু (Death) হয়ছে কমপক্ষে ৫১ জনের। পাশাপাশি নিখোঁজ রয়েছেন বহু মানুষ। হড়পা বানের (Flash Floods) জেরে জলের নিচে বহু গ্রাম। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্পেনের (Spain) হাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ৮ ঘন্টায় প্রায় ৪৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চিভা ও ভ্যালেন্সিয়া অঞ্চলে। অত অল্প সময়ে রেকর্ড পরিমান বৃষ্টির জেরে জল বেড়ে যায় ওই অঞ্চলের নদীগুলোতে। যার জেরেই হড়পা বান। ফলে বহু গ্রাম জলের তলায়। পাশাপাশি জলের তোড়ে ভেসে গিয়েছে রেললাইন, একাধিক ট্রেন-সহ বহু গাড়ি। এদিকে লাইনে ময়লা জমে থাকার কারণে ৩০০ জন যাত্রী-সহ লাইনচ্যুত হয়ে পড়ে একটি ট্রেন। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

ইতিমধ্যেই জোরকদমে উদ্ধারকাজ নেমে পড়েছে স্পেন সরকার। এক হাজারেরও বেশি সেনাকে উদ্ধার কাজে নামানো হয়েছে হড়পা বানে বিধ্বস্ত এলাকায়। নিখোঁজদের খুঁজতে ড্রোনের ও হেলিকপ্টারের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার জের, বিরাট- বুমরাহর র‍্যাঙ্কিং পতন