সংঘাত মিটিয়ে সীমান্তের সেনা প্রত্যাহার ভারত-চিনের! দিওয়ালিতে মিষ্টি বিতরণ দুদেশের জওয়ানদের

সীমান্ত সংঘাত মিটল আরও একধাপ। জানা গিয়েছে, সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত-চিন উভয় পক্ষই। পাশাপাশি দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার সীমান্তে মিষ্টি বিলি করবে ভারতীয় সেনা।

প্রধানমন্ত্রীর ব্রিকস সামিটে যোগ দেওয়ার আগে থেকেই ২০২০ সাল থেকে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধান করতে দুই দেশ একমত হয়। তার পরেই গত সপ্তাহ থেকে শুরু হয় সেনা সরানোর প্রক্রিয়া। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ অক্টোবরের আগে পর্যন্ত সীমান্তে স্রেফ টহলদারি চালাত দুই দেশ। গালওয়ান সংঘর্ষের পর থেকে সীমান্তে বাড়তে থাকে। তবে সেই সমস্ত কিছুই সরিয়ে নিতে একমত হয়েছে দুই দেশ।

সেনা সূত্রে খবর, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই ডেমচক এবং দেপসাংয়ে শুরু হবে স্বাভাবিক টহলদারি। বুধবারই দুপক্ষের তরফে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। সামরিক তৎপরতা কমিয়ে বৃহস্পতিবার দীপাবলি উদযাপনে মেতে উঠবেন সীমান্তের সেনা জওয়ানরা। মিষ্টি বিতরণ করা হবে চিনা সেনার কাছেও।

আরও পড়ুন- বাড়ির তালিকা সমীক্ষা করে টাকা দেবে রাজ্য সরকার: জানালেন আলাপন