Saturday, May 3, 2025

মঙ্গলবার রাতে মহাকাব্যের ইনিংস খেলা হল না, গড়া হল না কোনও নজির। পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এর আগে আল নাসেরের হয়ে এর আগে ১৮টি পেনাল্টির প্রতিটিতেই গোল করেছিলেন কিন্তু আল তাউনের বিরুদ্ধে তা আর হল না। সৌদির ক্লাবের বিরুদ্ধে রোনাল্ডো এখনও কোনও বড় ট্রফি জিততে পারেননি, এই অবস্থায় সৌদি কিংস কাপের (Saudi Kings Cup)শেষ ষোলোয় খেলতে নেমেছিলেন মহাতারকা। খেলার শুরু থেকেই রাশ নিজের হাতে রেখে ছিল আল তাউন। ২০ মিনিটের মাথায় ওয়ালিদ আল-আহমাদের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু পেনাল্টি করার সুযোগ পেয়েও ব্যর্থ ক্রিশ্চিয়ানো । তিনি গোল করবেন বলে পায়ে বল পেতেই মুহূর্তকে ধরে রাখতে মোবাইলে ভিডিয়ো করতে ব্যস্ত হয়ে পড়েন এক সমর্থক। কিন্তু গোলও হল না আর ফোনটাও অক্ষত রইল না পর্তুগিজ তারকার অনুরাগীর।

আল তাউনের কাছে হারল ০-১ গোলে হেরে কিংস কাপ থেকে বিদায় নিল আল নাসের। মন খারাপ রোনাল্ডো অনুরাগীদের। নতুন কোচ স্টেফানো পিয়োলি এই প্রথম হারলেন। সংযুক্ত সময়ে আল-আহমাদ ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টির সুযোগ দেন। শট নেওয়ার জন্য তৈরি ছিলেন ফুটবলের মহাতারকা। চিত্রগ্রাহকদের ক্যামেরার পাশাপাশি ফুটবলারের এক ফ্যানও মোবাইল হাতে ভিডিও করতে রেডি ছিলেন গোলপোস্টের ঠিক পিছনেই। ক্রসবারের বেশ কিছুটা উপর দিয়ে রোনাল্ডোর শট উড়ে যায়। পেনাল্টি মিস, তবে বল লাগে মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা অনুরাগীর হাতে। ফোন মাটিতে পড়ে ভেঙ্গে যায়, সঙ্গে গোলটাও হল না। কোচ পিয়োলি অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ, শীর্ষে থাকা আল হিলালের থেকে আট পয়েন্টে পিছিয়ে থাকলেও এখনও ট্রফি জেতার সুযোগ একেবারেই ক্ষীণ হয়ে যায়নি।

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version