Monday, August 25, 2025

অভয়ার ঘটনার দ্রুত বিচারের দাবি, WBJDF-র ‘দাদাগিরি’র প্রতিবাদ: রাজপথে সরব WBJDA

Date:

অভয়ার ঘটনার দ্রুত বিচার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের দাদাগিরি-র বিরুদ্ধে বুধবার প্রাচী সিনেমা হলের সামনে থেকে শিয়ালদহ কোর্ট পর্যন্ত মিছিল করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (West Bengal Junior Doctors Association)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নির্যাতিতার সুবিচারের দাবি জানান WBJDA-এর সদস্যরা। এদিকে থ্রেট কালচারের অভিযোগ তোলা আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাত, কিঞ্জল নন্দদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হন তাঁরা।ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (Junior Doctors Association) সংগঠনের তরফে শ্রীশ চক্রবর্তী বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, “আন্দোলনকে ভুল পথে চালনা করতে চাইছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDA)। সাধারণ মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে রাজনৈতিক স্বার্থে লাগাতার মিথ্যাচার করা হচ্ছে।”এদিন অনিকেত, কিঞ্জলদের প্রসঙ্গ তুলে শ্রীশ মনে করিয়ে দেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে হাত না মেলালেই সবাই অপরাধী হয়ে যায়। তাঁর অভিযোগ, জোর করে থ্রেট কালচারের মিথ্যা অভিযোগ তুলে তাঁদের আরজি কর থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁদের।

এই প্রসঙ্গে এদিন শ্রীশ জানান, “আমরা ওঁদের কাজকর্ম মেনে নিতে পারিনি। আন্দোলনের নামে সাধারণ মানুষের থেকে টাকা তুলেছে ওঁরা। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকেও ধ্বংসের মুখে ঢেলে দিয়েছে। সেই দাবি না মানায় আমাদের উপর নেমে এসেছে শাস্তির খাঁড়া।”

এর পাশাপাশি WBJDF-র ঘনিষ্ট রৌনক হাজারি, শাহবাজ শেখের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করে WBJDA। ৯ নভেম্বর গণ কনভেনশনের ডাক দিয়েছে তারা। পুরো বিষয়টা পরে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।







Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version