Wednesday, August 27, 2025

চার্টাড অ্যাকাউন্টেন্সির ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলপ্রকাশ, প্রথম তিনে মহিলাদের জয়জয়কার

Date:

প্রকাশিত হল ২০২৪ সালের সেপ্টেম্বর সেশনের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার CA পরীক্ষার রেজাল্ট।। প্রথম তিনে মহিলাদের জয়জয়কার। এবারের সিএ ইন্টার পরীক্ষায় প্রথম হয়েছেন পরমী উমেশ পারেখ, দ্বিতীয় তানিয়া গুপ্তা এহং তৃতীয় স্থান দখল করেছেন বিধি জৈন। ফলাফল প্রকাশ্যে আসতেই দেখা যায়, গ্রুপ A-তে মোট ৬৯ হাজার ২২৭ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার ১৫.১৭ শতাংশ। গ্রুপ ‘বি’-তে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫০ হাজার ৭৬০ জন যার মধ্যে ৮ হাজার ১১৭ জন। চলতি বছরের সিএ ফাউন্ডেশন পরীক্ষায় ৭০ হাজার ৪৩৭ পরীক্ষার্থী ছিলেন, যার মধ্যে ৩৭ হাজার ৭৭৪ জন পুরুষ এবং ৩২ হাজার ৬৬৩ জন মহিলা। কঠিন পরীক্ষায় মহিলাদের এত বড় সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষাবিদরাও।

এবারের পরীক্ষায় গ্রুপ এ-এর জন্য ICAI সিএ ইন্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মাসের ১২, ১৪ এবং ১৭ তারিখে। এরপর ১৯, ২১ এবং ২৩ সেপ্টেম্বর গ্রুপ বি-এর পরীক্ষা হয়। সিএ ফাউন্ডেশন পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বরের ১৩, ১৫, ১৮ এবং ২০ তারিখ। প্রথম স্থানাধিকারি মুম্বইয়ের পরমী এবারের ইন্টার পরীক্ষায় ৬০০-এর মধ্যে ৪৮৪ নম্বর পেয়েছেন। এদিকে দ্বিতীয় স্থান অর্জনকারী তানিয়া চেন্নাইয়ের ছাত্রী। ৭৬.৫ শতাংশ নম্বর পেয়েছেন তিনি, প্রাপ্ত নম্বর ৪৫৯ মার্কস। তৃতীয় বিধি জৈন নয়া দিল্লির বাসিন্দা,তিনি ৬০০-তে পেয়েছেন ৪৪১। icai.nic.in/caresult ওয়েবসাইটে এই রেজাল্ট দেখা যাচ্ছে। চার্টাড অ্যাকাউন্টেন্সির ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল জানতে ‘CHECK RESULTS’অপশন এবং মেধা তালিকা জানতে ‘CHECK MERIT LIST’আইকনে ক্লিক করতে হবে। বুধবার সকাল ৭টা থেকেই ফলাফল দেখা যাচ্ছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version