কালীপুজোর সকালেই মর্মান্তিক ঘটনা। কলকাতার জোড়াবাগানে ঘর থেকে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। ঘরের মেঝে ও দেওয়ালে রক্তের দাগ মিলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে জোড়াবাগান (Jorabagan) থানার পুলিশ (Police)। বৃহস্পতিবার সকালে জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা বছর আটান্নর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Bandopadhyay) দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ির পাশেই রয়েছে তাঁর বোনের বাড়ি। সেখান থেকেই তাঁকে সকালে চা পৌঁছে দেওয়া হত। এদিন চা দিতে এসে সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন আত্মীয়রা। পরে বাড়ির পিছন দিকের দরজা খোলা থাকায় সেখান থেকে ঢুকে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।

পরিবারের সন্দেহ, পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে তাঁকে খুন করা হয়েছে। ঘরের দেওয়াল এবং মেঝেতে রক্তের দাগ দেখে এটিকে খুন বলেই অভিযোগ অভিজিতের পরিবারের। যদিও পুলিশের তরফ থেকে এখনও মৃত্যুর ধরন সম্পর্কে কিছু জানানো হয়নি। মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। এটা খুন না দুর্ঘটনার কারণে মৃত্যু তা তদন্ত করে দেখছে পুলিশ (Police)।
