Wednesday, November 5, 2025

কালীঘাটের শুরু লক্ষ্মীপুজো, ভবতারিণীর দর্শনে সকাল থেকে লম্বা লাইন দক্ষিণেশ্বরে

Date:

নির্ঘণ্ট মেনে রাজ্যের সব কালীতীর্থে দীপান্বিতা দেবীর পুজোর (Kalipuja) প্রস্তুতি। সকাল থেকে লম্বা লাইন শ্রীরামকৃষ্ণ(Sri Ramakrishna)স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বরে (Dakshineswar)। সকালে মঙ্গল আরতির পর থেকেই ভবতারিণীর পুজো শুরু হয়েছে। দক্ষিণেশ্বরে শাক্ত, বৈষ্ণব এবং শৈব এই তিন ধারার পুজো একসঙ্গে হয়, যা কার্যত বিরল। কালী পুজো শাক্ত মতে, বৈষ্ণব মতে রাধা কৃষ্ণের পুজো এবং বারো মন্দিরে শৈব মতে মহাদেবের পুজো হয়। সকাল থেকেই লম্বা লাইন মন্দিরে। আজ সারাদিন ভক্তরা পুজো দিতে পারবেন। দুপুরের আরতির পর ভোগ নিবেদন করা হবে দেবীকে। ভোগে রয়েছে, ভাত ও ঘি ভাত, পাঁচ রকমের তরকারি, পাঁচ রকমের ভাজা ও পাঁচ রকমের মাছ। একই সঙ্গে রয়েছে চাটনি, পায়েস এবং পাঁচ রকমের মিষ্টি। এরপর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। রাত ন’টায় অন্য ভোগ নিবেদন করা হবে। অন্নভোগে থাকবে লুচি, ছানার তরকারি, রাবরি-সহ পাঁচ রকমের মিষ্টি। একসময় এই মন্দিরে বলি হত। দক্ষিণেশ্বরে বলি প্রথা নিষিদ্ধ তাই এখানে দেবীকে ভোগে মাংস নিবেদন করা হয় না। কালী পূজার রাতে সারাক্ষণ দক্ষিণেশ্বরের মন্দির খোলা থাকে। যদিও ঘট স্থাপনের পর আর বাইরের পুজো নেওয়া হয় না। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তার ছবিটা ধরা পড়েছে রানি রাসমণি প্রতিষ্ঠিত এই মন্দিরে।


সতীপীঠ কালীঘাটে (Kalighat) আবার দীপান্বিতা অমাবস্যার রাতে দেবীকে লক্ষ্মী রূপে পুজো করা হয়। সকাল থেকে শুরু হয়েছে পুজো। আর্দ্রতা জনিত অস্বস্তিকে অগ্রাহ্য করে ঘর্মাক্ত বাঙালি মন্দিরের লম্বা লাইনে সামিল। ভোগ নিবেদনের সময় কিছুক্ষণের জন্য দর্শন বন্ধ রাখা হবে বলে মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে। কালীঘাটে দেবীকে সম্পূর্ণভাবে আমিষ ভোগ দেওয়া হয় যেখানে বলির মাংস বাধ্যতামূলক। বৃহস্পতিবার দুপুরে কালীঘাটের ভোগে পোলাও-ঘি ভাত-শুক্তো, আলু-বেগুন-পটল-উচ্ছে-কাঁচকলা দিয়ে পাঁচ রকমের ভাজা, পোনা-চিংড়ি মাছ, প্রথম বলির পাঁঠার মাংস, খেজুর-কাজু-কিশমিশ দিয়ে চাটনি, পায়েস-পান-জল থাকছে। রাতের ভোগ অবশ্য নিরামিষ। লুচি, খিচুড়ি-তরকারি-সহ মিষ্টি দেওয়া হয়। তারাপীঠে (Tarapith) কালীপুজোর দিন পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়।পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচ রকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, পাঁঠার মাংস, চাটনি, পায়েস, মিষ্টি তো থাক সেই তবে এই দিনের বিশেষ আয়োজন হলো পোড়া শোলমাছ মাখা, যা ভোগে অবশ্যই দেওয়া হয়। বুধবার থেকেই তারাপীঠে ভক্তদের ভিড় বাড়ছে। আজ সারাদিন মন্দির খোলা থাকবে।

Related articles

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...

রাজ্যে চালু হচ্ছে ফেসলেস মোটরগাড়ি পরিষেবা, আধার যাচাইকরণেই মিলবে ৫০টি সেবা 

পরিবহন পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিক-বান্ধব করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। পরিবহন দফতর জানিয়েছে, মোট ৫০টি...

SIR-এর প্রতিক্রিয়া! শিখদের স্বাগত, পাক সীমান্তে আটকে দেওয়া হল হিন্দুদের

অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে ভারত-পাক সীমান্ত দিয়ে সাধারণ মানুষের যাতায়াত এখনও স্বাভাবিক হয়নি। তারই মধ্যে গুরু নানক জয়ন্তীতে...

অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বীরভূমে জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ বীরভূমের (Birbhum)...
Exit mobile version