জমি সংক্রান্ত বিবাদের জেরে উত্তপ্ত হাওড়ার জগাছা

জমি সংক্রান্ত বিবাদের (Land Battel) জেরে রণক্ষেত্র হাওড়ার (Howrah) জগাছা। কালীপুজোর দুপুরে এই বিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতি থেকে ইটবৃষ্টি হয়। ইতিমধ্যেই বিশাল পুলিশ (Police) বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, জগাছার (Jagachha) উনসানি গ্রামে একটি জমিকে কেন্দ্র করে একটি পরিবার ও একটি ক্লাবের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। ইতিমধ্যেই বিষয়টি হাইকোর্টে (Calcutta High Court) গড়িয়েছে। তবে বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সেই জমিতে পাকা নির্মাণ শুরু করাতে সেই বিবাদ পুনঃরায় মাথাচাড়া দেয়। এরপর ওই পরিবার বাধা দিলেই পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। এরপর শুরু হয় ইট বৃষ্টি। যার ফলে দুপক্ষের বেশ কয়েকজন জখম হন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ (Police) বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

আরও পড়ুন- শ্রেয়সকে ছেড়ে দিল কলকাতা, ধরে রাখল রিঙ্কু-রাসেলদের