দেশের মাটিতে অবসরের মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিরছেন শাকিব , ইঙ্গিত বোর্ড সভাপতির

দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় বাংলাদেশে ফেরেননি শাকিব। তবে এরই মধ্যে জানা যাচ্ছে, বাংলাদেশের হয়ে একদিনের সিরিজে ফিরতে পারেন শাকিব। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন তিনি, এমনটাই ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুখ আহমেদ।

এই নিয়ে ফারুখ আহমেদ বলেন, “ আফগানিস্তান সিরিজের দল তো এখনও ঘোষণা হয়নি। মনে হয় শাকিবকে পাওয়া যাবে। শাকিব দেশের মাটিতে খেলে অবসর নিতে চেয়েছিল ঠিকই। কিন্তু ওর না খেলার সঙ্গে বোর্ডের কোনও সম্পর্ক নেই। আইনরক্ষাকারী, সরকার এবং শাকিব নিজে এর সঙ্গে জড়িত। আমরা বড়জোর পাশে দাঁড়াতে পারতাম। ব্যক্তিগত ভাবে, শাকিব যাতে দেশের মাটিতে অবসর নিতে পারে তার জন্য সেরা চেষ্টা করেছিলাম।“ এখানেই না থেমে ফারুখ আহমেদ আরও বলেন , “ শাকিব শুধু একজন ক্রিকেটার নয়, আগের সরকারের সাংসদও ছিল। তাই কিছু আবেগ তো রয়েছেই। আমাদের সরকার এবং ক্রিকেট বোর্ডের ভাবনা একই রকম ছিল না। প্রাক্তন ক্রিকেটার হিসাবে শাকিবকে আমি গত ১৭ বছর খেলতে দেখেছি। ও খেলাটার দূত। বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। দেশের মাটিতে অবসর নিতে পারলে ভালই হত।“

৬ নভেম্বর থেকে শুরু বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ । ম্যাচ হবে আমিরশাহিতে।

আরও পড়ুন- কিউইদের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হলেও বিরাট-রোহিতদের পাশে গম্ভীর