Friday, May 23, 2025

‘বহুরূপী’র কালেকশন নিয়ে দেবকে ধুইয়ে দিলেন শিবপ্রসাদ-পত্নী 

Date:

Share post:

পুজোর সিনেমা ‘টেক্কা’ (Tekka) নাকি ‘দ্য বিগেস্ট অরগ্যানিক হিট অব দ্য ইয়ার।’ সম্প্রতি সাকসেস পার্টিতে দেবেন প্রযোজনা সংস্থা এমন ঘোষণা করায়, পাল্টা জবাব দিল ‘বহুরূপী’ (Bahurupi) টিম। শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি যে দর্শকের ভাল লেগেছে সেটা সর্বজনবিদিত। কিন্তু সেটা সুপারস্টার দেবের ছবিকে টেক্কা দিয়ে আয়ের নিরিখে বক্স অফিসে যতটা সাফল্য অর্জন করেছে, তা নিয়ে কটাক্ষ করেছিলেন অভিনেতা (Dev) । যদিও তিনি কারোর নাম নেননি। এবার SVF সিনেমার তরফে প্রকাশ্যে আনা হল ‘বহুরূপী’ সিনেমার অর্গানিক আয়ের হিসেব। অনেকেই বলছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেনের পরিসংখ্যান দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্ট যেন দেবকে (Dev ) মুখের উপর জবাব দিয়ে দিল।

দেব-রুক্মিণী-স্বস্তিকা অভিনীত ‘টেক্কা’ ছবির সাকসেস পার্টিতে অভিনেতা বলেন,’আশেপাশে যে সব সংখ্যা কানে আসছে তাতে মনে হল আমাদের ছবির জন্য অরগ্যানিক শব্দটা ব্যবহার করা খুব জরুরি। আমরা যে সংখ্যাটা দিচ্ছি সেটা একদম সঠিক। বাস্তব।’ এরপরই মাঠে নেমে পড়ে উইন্ডোজ প্রোডাকশন। সোশ্যাল মিডিয়া বারবার জানিয়ে দিচ্ছে প্রত্যেক দিনে শিবু-নন্দিতার ছবির কালেকশন কত হচ্ছে। সেই বিষয়ে স্বচ্ছতাকে সকলের সামনে তুলে ধরতে এবার সমাজ মাধ্যমে পোস্ট করলেন জিনিয়া। তিনি লেখেন, ‘অরগ্যানিক সংখ্যা প্রকাশ্যে আনল SVF সিনেমা। বহুরূপী ছবিটি SVF সিনেমাতেই কেবল ১.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। এই বছরের একমাত্র ছবি এটা করতে পেরেছে।’ মঙ্গলবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)একটি ছবি পোস্ট করে জানান, বহুরূপী ছবিটির মুকুটে নতুন পালক যোগ হল। ভারত নয়, পড়শি বাংলাদেশ থেকে বিশেষ সম্মান পেয়েছে এই সিনেমা। বিক্রম ঝিমলি সুমন্ত পরীর রসায়নের কাছে একটু হলেও ব্যাকফুটে সৃজিত-দেব জুটি। অনুরা দিবস সমালোচকরা যাই বলুন, পরিসংখ্যান সবটাই প্রমাণ করে দিয়েছে।

spot_img

Related articles

জাপান সংসদের স্পিকারকে বাংলায় আমন্ত্রণ: দুদিনের সফর শেষে জানালেন অভিষেক

ভারতে সন্ত্রাসবাদ বিরোধী শক্তিকে দমন করতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বের শক্তিধর দেশগুলির সমর্থন আদায়ে উদ্যোগী ভারত। মিত্র দেশগুলিতে ভারতের...

ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্যের

কৃষকদের ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।...

পুলিশ মহলে উৎসাহ জোগাবে: এভারেস্ট জয়ী দেহরক্ষী লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা CP মনোজ বর্মার

মাউন্ট এভারেস্ট জয় করে কলকাতা পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষীকান্ত মণ্ডল (Lakkhikanta Mandol)। লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা জানাতে শুক্রবার...

সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে...