Monday, November 10, 2025

‘বহুরূপী’র কালেকশন নিয়ে দেবকে ধুইয়ে দিলেন শিবপ্রসাদ-পত্নী 

Date:

পুজোর সিনেমা ‘টেক্কা’ (Tekka) নাকি ‘দ্য বিগেস্ট অরগ্যানিক হিট অব দ্য ইয়ার।’ সম্প্রতি সাকসেস পার্টিতে দেবেন প্রযোজনা সংস্থা এমন ঘোষণা করায়, পাল্টা জবাব দিল ‘বহুরূপী’ (Bahurupi) টিম। শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি যে দর্শকের ভাল লেগেছে সেটা সর্বজনবিদিত। কিন্তু সেটা সুপারস্টার দেবের ছবিকে টেক্কা দিয়ে আয়ের নিরিখে বক্স অফিসে যতটা সাফল্য অর্জন করেছে, তা নিয়ে কটাক্ষ করেছিলেন অভিনেতা (Dev) । যদিও তিনি কারোর নাম নেননি। এবার SVF সিনেমার তরফে প্রকাশ্যে আনা হল ‘বহুরূপী’ সিনেমার অর্গানিক আয়ের হিসেব। অনেকেই বলছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেনের পরিসংখ্যান দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্ট যেন দেবকে (Dev ) মুখের উপর জবাব দিয়ে দিল।

দেব-রুক্মিণী-স্বস্তিকা অভিনীত ‘টেক্কা’ ছবির সাকসেস পার্টিতে অভিনেতা বলেন,’আশেপাশে যে সব সংখ্যা কানে আসছে তাতে মনে হল আমাদের ছবির জন্য অরগ্যানিক শব্দটা ব্যবহার করা খুব জরুরি। আমরা যে সংখ্যাটা দিচ্ছি সেটা একদম সঠিক। বাস্তব।’ এরপরই মাঠে নেমে পড়ে উইন্ডোজ প্রোডাকশন। সোশ্যাল মিডিয়া বারবার জানিয়ে দিচ্ছে প্রত্যেক দিনে শিবু-নন্দিতার ছবির কালেকশন কত হচ্ছে। সেই বিষয়ে স্বচ্ছতাকে সকলের সামনে তুলে ধরতে এবার সমাজ মাধ্যমে পোস্ট করলেন জিনিয়া। তিনি লেখেন, ‘অরগ্যানিক সংখ্যা প্রকাশ্যে আনল SVF সিনেমা। বহুরূপী ছবিটি SVF সিনেমাতেই কেবল ১.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। এই বছরের একমাত্র ছবি এটা করতে পেরেছে।’ মঙ্গলবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)একটি ছবি পোস্ট করে জানান, বহুরূপী ছবিটির মুকুটে নতুন পালক যোগ হল। ভারত নয়, পড়শি বাংলাদেশ থেকে বিশেষ সম্মান পেয়েছে এই সিনেমা। বিক্রম ঝিমলি সুমন্ত পরীর রসায়নের কাছে একটু হলেও ব্যাকফুটে সৃজিত-দেব জুটি। অনুরা দিবস সমালোচকরা যাই বলুন, পরিসংখ্যান সবটাই প্রমাণ করে দিয়েছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version