রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন , দিঘাগামী ট্রেনের ধা.ক্কায় পাঁশকুড়ায় মৃ.ত্যু তিনজনের

আজ, বৃহস্পতিবার কালীপুজো। কিন্তু তার আগের রাতেই ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। আর তার জেরে উৎসবের মধ্যেই নেমে এল শোকের ছায়া। একসঙ্গে তিনজনের মৃত্যু হল। যারা ভেবেছিলেন রোজগার করা অর্থ দিয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবেন, সেটা আর বাস্তবায়িত হল না। কারণ শিলাবতী নদীর জলে পথঘাট প্লাবিত ছিল। তাই রাস্তা ছেড়ে তারা রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। কিন্তু তাদের বাড়ি ফেরা হল না।

ফল বিক্রি করে বাড়ি ফিরছিলেন ওরা।রাত তখন সাড়ে ৯টা। ক্লান্ত দেহে রেল লাইনের পাশ দিয়ে ফেরার সময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মৃত্যু হল তিনজনের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি এলাকার ঘটনা। বুধবার রাতে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের।

জানা গিয়েছে, রেললাইন ধরে হাঁটছিলেন তাঁরা। উল্টো দিক দিয়ে একটি ট্রেন আসছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

দু’জনের পরিচয় পাওয়া গিয়েছে বাকি একজনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। একজন বছর ৫৭-র জয়দেব সাঁতরা। তাঁর বাড়ি রঘুনাথবাড়ি গ্রামে। অন্য জনের নাম রিঙ্কু ভৌমিক। বয়স ৪৯। আর একজনের পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ।