দাবায় রেকর্ড গড়ল বাংলার খুদে দাবাড়ু অনীশ

নজির গড়লেন বাংলার খুদে দাবাড়ু অনীশ সরকার।
মাত্র ৩ বছর ৮ মাস বয়সেই বিশ্বরেকর্ড গড়ে ফেলল তিনি। উত্তর ২৪ পরগনার কৈখালির ছোট্ট ছেলে অনীশ কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে অর্জন করল ফিডের এলো রেটিং। ভেঙে দিল তেজস তিওয়ারির রেকর্ড।

গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার ছাত্র অনীশ এন্টালির সেন্ট জেমস স্কুলের পড়ুয়া। রাজ্যের অনূর্ধ্ব ৯ দাবা প্রতিযোগিতায় দু’জন ফিডের এলো রেটিংপ্রাপ্ত দাবাড়ুকে হারিয়ে দেয় অনীশ। তাতেই বাজিমাত। মোট ১৫৫৫ ফিডে রেটিং তার। অনীশকে নিয়ে খুশি হলেও এখনই তাকে নিয়ে উচ্ছ্বাসে ভাসতে চান না দিব্যেন্দু। তিনি বলেন, ‘‘ও মাস ছয়েক আগে আমাদের অ্যাকাডেমিতে আসে। প্রথম দেখেই বুঝতে পারি, ও খুব প্রতিভাবান। তবে বয়স খুবই কম। অনেক পথ পেরোতে হবে। এখনই ওকে নিয়ে কিছু মন্তব্য করা উচিত নয়। সাফল্য আড়াল থেকেই উপভোগ করছেন অনীশের বাবা-মা। নিজেদের পরিচয় প্রকাশ্যে আনতে চান না। ছেলে ছোট। দাবা বোর্ডে তার ভবিষ্যৎ ও সুরক্ষার দায়িত্ব দিব্যেন্দুর উপরই ছেড়ে দিয়েছে পরিবার।

আরও পড়ুন- এশিয়ার মঞ্চে দাপট ইস্টবেঙ্গলের, নেজমেহ এফসিকে হারাল ৩-২ গোলে