Sunday, November 9, 2025

এশিয়ার মঞ্চে দাপট ইস্টবেঙ্গলের, নেজমেহ এফসিকে হারাল ৩-২ গোলে

Date:

এশিয়ার মঞ্চে দাপট ইস্টবেঙ্গল এফসির। এদিন এশিয়ার মঞ্চে মশাল জ্বালালো লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে নেজমেহ এফসিকে হারিয়ে গ্রুপশীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল লাল-হলুদ। ম্যাচের ফলাফল ৩-২।

এদিনও দ্রুত এগিয়ে গিয়েছিল লাল-হলুদ। আত্মঘাতি গোল করে নেজমেহ। ফরাসি তারকা তালালের দারুণ কর্নার থেকে হেড দিয়ে এক ডিফেন্ডার নিজের গোলে বল ঢুকিয়ে ফেলেন। দ্বিতীয় গোলটাই আরও বেশি আনন্দ দেবে লাল-হলুদ সমর্থকদের। ডানদিক থেকে দারুণ ক্রস করেন নাওরেম মহেশ সিং। দ্বিতীয় পোস্টে তা টাচ করে গোল করেন দিমিত্রিয়াস ডিমানটাকোস। তবে ১৮ মিনিটেই ব্যবধান কমায় নেজমেহ। আতেয়ার পাস থেকে বল নিয়ে গোল করেন তিনি। ২ গোলে এগিয়ে থেকেও সেই ২ গোলই খেয়ে যায় লাল-হলুদ। দ্বিতীয় গোল আসে ১৮ মিনিটেই। ফ্রিকিক থেকে গোল করেন হুসেন মনজের।

সমতা ফেরাতেই ইস্টবেঙ্গলের উপর চাপ আরও বাড়তে থাকে। চোট পাওয়া হেক্টর ইউস্তের ভুলেই মূলত দ্বিতীয় গোল খেতে হয়। ঠিক যে সময় ফের একটা হারের শঙ্কায় ইস্টবেঙ্গলের সমর্থকরা। তখনই মাদিয়া তালাল পেনাল্টি এনে দেন দলকে। স্বস্তির শ্বাস ফেলেন সমর্থকরা। সেখান থেকে গোল করতেও ভুল করেননি দিয়ামানতকোস। এরপর আর সমস্যা হয়নি ইস্টবেঙ্গলের। গোল করতে মরিয়া নেজমেহ কিছু ভুলো করে ফেলেছিল শেষদিকে। তার সুযোগ নিলেও অল্পের জন্য কাজের কাজ করতে পারেনি ইস্টবেঙ্গল। আলি সাবের অবিশ্বাস্য সেভ বাঁচিয়ে দেয় তাদের। না হলে লেবাননের ক্লাবের লজ্জা বাড়তে পারত।

বসুন্ধরা কিংস ম্যাচ থেকে যে ঘুরে দাঁড়ানোর সফর শুরু করতে চেয়েছিলেন অস্কার ব্রুজো, সেই যাত্রা সেদিনই শুরু হয়েছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল ৪-০ গোলে হারায় বাংলাদেশের ক্লাবকে। আইএসএল-এ শেষে থাকলেও বিদেশের মাটিতে বরাবর জ্বলে ওঠে ইস্টবেঙ্গল। তা আবারও প্রমাণ হল। অস্কারের হাত ধরেই মশাল বাহিনীকে এগিয়ে নিয়ে গেলেন তাঁর ছাত্ররা।

আরও পড়ুন- তৃতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত ভারতের, দিনের ৪ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান সংখ্যা ৮৬

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version