মিঠুন চক্রবর্তীর সঙ্গে বেজায় ভাব অভিনেতা দেবের। তিনি যে দলের সাংসদ সেই তৃণমূলকে (TMC) বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chaktrabosty) যতই আক্রমণ করুন না কেন সম্পর্কটাকে দলের উপরে রাখতে চান দেব (Dev)। তবে সেই মধুচন্দ্রিমার এবার ইতি ঘটতে চলেছে বলেই মনে করছেন নেটিজেনরা। কারণ একই সময় মুক্তি পাচ্ছে দেব অভিনীত ‘খাদান’ আর মিঠুন অভিনীত ‘সন্তান’। দুটি ছবির ট্রেলার লঞ্চের পরেই একেবারে সম্মুখ সমরে নেমে পড়েছেন দুই হিরোর ফ্যানেরা। এক কদম এগিয়ে মিঠুনের ছবিকে সিরিয়াল বলে তীব্র কটাক্ষ করেছেন দেবের ফ্যানরা। এই নিয়েই এখন সরগরম টলি পাড়া।
“আপনারা কোন সিনেমা টি দেখতে চান।
খাদান কমার্শিয়াল সিনেমা
সন্তান ফ্যামিলি ড্রামা” যুগুলো ফ্লপ স্টার এর ফ্যানরা সিরিয়াল বলে…”
অর্থাৎ সরাসরি মিঠুন চক্রবর্তী (Mithun Chaktrabosty) অভিনীত ছবিটিকে ফিল্ম বলতেই নারাজ দেব-ভক্তরা। সেটিকে সিরিয়াল বলে তীব্র কটাক্ষ করেছেন তাঁরা। যদিও টিভি সিরিয়ালও একটি শিল্প মাধ্যম। কিন্তু এক্ষেত্রে ফিল্মটিকে হেয় করতেই এই উপমা টেনেছেন দেবের ফ্যানরা। সন্তান-ছবিটিকে ফ্যামিলি ড্রামা বলে অভিহিত করতে চাইছেন নির্মাতারা। কিন্তু সেটাকে ফিল্মের আঙ্গিকে ফেলতেই রাজি নয় দেব স্টোর। তাদের মতে, এটি বাংলা সিরিয়াল বলার যোগ্য। অর্থাৎ যে ভাবে পরিবার ভিত্তিক বাংলা সিরিয়াল হয়, সেই রকমই হয়েছে এই ছবি। আর দেবের ছবি- খাদান কামার্শিয়ল সিনেমা। ফ্যামিলি ড্রামায় ভরা ডেইলি সোপ নয়।
আরও খবর: বিরোধীদের সব কুৎসা উড়িয়ে বাংলার ৫ পুলিশ আধিকারিককে পদক কেন্দ্রের
এখানেই শেষ নয়, মিঠুন চক্রবর্তী- যিনি ভোট প্রচারে গিয়েও বিজেপির মঞ্চে নিজের ছবির ডায়ালগ বলেন- তাঁকে ঘুরিয়ে ফ্লপ বলতেও পিছুপা হননি দেবের ফ্যানরা। এই আকচাআকচির পর দেব-মিঠুন সখ্যতা কোথায় গিয়ে দাঁড়ায় খাদান-সন্তানের রিলিজের থেকেও সেটা এখন বেশি চর্চায়।
