Thursday, August 21, 2025

আশঙ্কা সত্যি করে এবার শহরের রাজপথ খালি করে ব্যাপক সংখ্যায় কমে যেতে চলেছে বেসরকারি বাস (private bus)। ইতিমধ্যেই প্রায় হাজার খানেক বাস কমে গিয়েছে। তার পরিবর্তে নতুন বাস রাস্তায় নামাচ্ছেন না বাস মালিকরা। পুজোর পরে সেই সংখ্যাটা আরও বেড়ে শহরের রাস্তা থেকে উঠে যেতে চলেছে দুহাজার বাস। এই পরিস্থিতিতে বাস মালিকরা নতুন বাস না নামানোয় রাজপথে যাতায়াতের সমস্যার সম্মুখিন হতে চলেছেন সাধারণ মানুষ।

বিরাট সংখ্যায় বেসরকারি বাস (private bus) কার্যত শহরের লাইফ লাইনের (life line) কাজ করে এসেছে কয়েক দশক ধরে। তবে পুরোনো বাসের থেকে শহরে দূষণের (air pollution) মাত্রা বেড়ে যাওয়ায় পরিবেশকর্মীরা আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) শহরে ১৫ বছরের পুরোনো বাস না চালানোর নির্দেশ দেন। এই নির্দেশের জেরে ইতিমধ্যেই হাওড়া ও কলকাতায় কমে গিয়েছে প্রায় সাড়ে সাতশো বাস (private bus)। তালিকায় অপেক্ষা করছে আরও প্রায় আড়াই হাজার বাস।

বাস মালিকদের দাবি, তেলের দামের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাড়েনি বাসের ভাড়া। ফলে কার্যত ধুঁকছে বেসরকারি বাস মালিকরা। সেই সঙ্গে অন্যান্য পরিবহনের সুবিধা বাড়ায় কমেছে যাত্রীও। এই পরিস্থিতিতে তাঁদের পক্ষে রাস্তায় নতুন বাস নামানো সম্ভব নয়। এখনও করোনা পরিস্থিতির দোহাই দিচ্ছেন তাঁরা। যার ফলে পুজোর পরে শহরের রাস্তা থেকে তুলে নেওয়া হবে প্রায় দুহাজার বাস। আগামী বছর মার্চ মাসের মধ্যে সেই সংখ্য়াটা বেড়ে দাঁড়াবে আড়াই হাজার।

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version