বিজেপি শাসিত হরিয়ানায় (Haryana) নির্মমতা। বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে মারলেন তিন যুবক। ফরিদাবাদের ঘটনায় এখনও পলাতক অভিযুক্তরা। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।
বিরোধীদের অভিযোগ, পুলিশ-প্রশাসনের উদাসীনতার জেরেই এই ঘটনা। বাড়ির সামনে বাজি ফাটানোর বিষয়ে যদি পুলিশ কড়া পদক্ষেপ করত, তাহলে এভাবে এই প্রতিবাদী প্রাণ হারাতেন না।