দীপাবলির আনন্দের মাঝেই আকস্মিক অগ্নিকাণ্ড রাজারহাটের নারায়ণপুরে (Fire incident in Narayanpur, Rajarhat)। শুক্রবার রাতে নিউটাউন -রাজারহাট রোডে ডিরোজিও কলেজের কাছে একটি বহুতল আবাসনের একটি টাওয়ারের ষষ্ঠ তলায় হঠাৎ করেই আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডে অসুস্থ এক বৃদ্ধ-সহ তিনজন।

রাজারহাট-নিউটাউন (Rajarhat Newtown) এলাকায় বরাবরই ধুমধাম করে কালীপুজো উদযাপিত হয়। বুধবার থেকেই নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায় ঠাকুর দেখার ভিড় চোখে পড়ার মতো। উৎসবের আনন্দে যখন সবাই বিভোর, তখন আচমকাই নিজের এলাকার অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। দমকলকর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে খবর। প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। ঘটনার তদন্তে নেমেছে নারায়ণপুর থানার পুলিশ (Narayanpur Police Station)।
