কালীপুজো শেষ হতে না হতেই বাংলায় শীতের (winter) আগমনের পূর্বাভাস। গত দু’দিনে গরম বাড়লেও সপ্তাহ শেষে পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)। প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, যদিও দক্ষিণে শুষ্ক আবহাওয়া জারি থাকবে।

নভেম্বরের দ্বিতীয় সকালেও অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। কবে আসবে শীত? এই প্রশ্ন যখন বাঙালি মনে ঘোরাফেরা করছে তখন সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। রবিবার থেকে বুধবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস। দখিনা বাতাস এবং পুবের বাতাসের বদলে উত্তর-পশ্চিম ও পশ্চিমী হাওয়ার প্রভাব বাড়বে। এতেই ঢুকবে ঠান্ডা।পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ভাইফোঁটাতেও মূলত মেঘমুক্ত আকাশ থাকবে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২সেলসিয়াস বেশি। শহরে আজ বৃষ্টির সম্ভাবনা নেই।
