Sunday, November 2, 2025

আরও তিক্ত ভারত-কানাডা সম্পর্ক! কূটনীতিককে তলব বিদেশমন্ত্রকের

Date:

ক্রমশ তিক্ত হচ্ছে ভারত-কানাডা সম্পর্ক (Indo-Canadian relationship)। এবার স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ‘ভিত্তিহীন’ মন্তব্যের জেরে কানাডা (Canada) দূতাবাসের কূটনীতিককে তলব করল ভারতের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। সেই সঙ্গে এই ধরনের মন্তব্যে দুদেশের মধ্যে সম্পর্কে চিড় ধরতে পারে, এমন ইঙ্গিত দিয়ে গুরুত্বপূর্ণ চিঠিও ধরানো হয় বলে জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সম্প্রতি কানাডার উপ-বিদেশমন্ত্রী (Deputy Foreign Minister) ডেভিড মরিসন মন্তব্য করেন কানাডায় খালিস্তানপন্থীদের উপর হামলা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) নির্দেশে হয়েছে। ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এধরনের অভিযোগ ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ (absurd and baseless) বলেই দাবি করা হয়, কারণ আগের সব ধরনের বক্তব্যের মতোই কানাডা প্রশাসন এবারেও তাঁদের দাবির সপক্ষে কোনও যুক্তি বা প্রমাণ দেখাতে পারেনি। তা সত্ত্বেও এমন মন্তব্য সে দেশের নাগরিক সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা (Public Safety and National Security) সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সামনে পেশ করেছেন দেশের মন্ত্রী।

এরপরই বিদেশমন্ত্রক সমন (summoned) পাঠায় কানাডা দূতাবাসকে। ধরানো হয় কড়া চিঠি। সেখানে উল্লেখ করা হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এই ধরনের অযৌক্তিক ও ভিত্তিহীন (absurd and baseless) কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ভারত। সেই সঙ্গে বিদেশের সংবাদমাধ্যমে ভারত সম্পর্কে এই ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করে দেওয়া ও ভারতের সম্মানহানির পথ তৈরির চেষ্টা করায় কানাডা প্রশাসনের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি করা হয়। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ বারবার হতে থাকলে তা দুদেশের পারস্পরিক চুক্তিতে প্রভাব ফেলবে বলেও সতর্ক করা হয়।

ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র সেই সঙ্গে উল্লেখ করেন কীভাবে কানাডা সরকার বিভিন্ন মাধ্যমে রাশিয়া (Russia), চিন (China), উত্তর কোরিয়া (North Korea), ইরানকে (Iran) তাদের দেশের সাইবার হামলার (cyber threat) কারণ হিসাবে তুলে ধরেছে, সেটাও উদাহরণ যে কানাডা একাধিক দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করছে। কারণ এই অভিযোগের ক্ষেত্রেও কোনও তথ্য প্রমাণ কানাডা পেশ করতে পারেনি।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version