পাঁচশো টাকা নিয়ে ঝামেলা। প্রথমে বচসা, তারপর হাতাহাতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুয়ার আসরে গন্ডগোল বাধে। একপক্ষ হারছিলেন। তারপরেই টাকা নিয়ে বচসা শুরু হয়।সেই বচসা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়।কোনওভাবেই সেই হাতাহাতি থামানো যায়নি। যার নিট ফল, প্রাণ হারান এক ব্যাক্তি।মৃত ব্যক্তির নাম মহম্মদ জহুরী (৫৮)।পরিবারের দাবি, শুক্রবার রাতে শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ জহুরী এই ঘটনায় প্রাণ হারান।
ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং বাড়ির লোক তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের আরও অভিযোগ, মাঝেমধ্যেই এমন ঝামেলা হয় এলাকায়। এলাকার কাউন্সিলর শম্পা দত্ত নন্দীর স্বামী জয়দ্বীপ নন্দী জানিয়েছেন, ঘটনা শোনার পরই তিনি ছুটে এসেছেন শিলিগুড়ি জেলা হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত করে ব্যাবস্থা নিক।