Tuesday, August 26, 2025

‘নবনীড়’ বৃদ্ধাশ্রমে জমজমাট ভাইফোঁটা, অরূপ বিশ্বাসকে ফোঁটা নুসরত-কৌশানী- সায়নীদের

Date:

ভাইফোঁটার দিনে ‘নবনীড়’ বৃদ্ধাশ্রমের মানুষগুলোর পাশে প্রত্যেক বছরই দেখা যায় টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের চেনা মুখ সকলের অত্যন্ত কাছের মানুষ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে(Arup Biswas)। এ বছরেও ব্যতিক্রম হয়নি। বৃদ্ধাশ্রমের আবাসিকদের থেকে ফোটানিয়ার পাশাপাশি টলিউড নায়িকাদের থেকেও ভাইফোঁটা গ্রহণ করলেন মন্ত্রী। টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার সাড়ম্বরে ‘নবনীড়’ বৃদ্ধাশ্রমে (Nabanir Oldage home) ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান উদযাপিত হল। একদিকে দিদাদের কাছ থেকে ফোটা নিলেন অরূপ বিশ্বাস অন্যদিকে গানে গল্পে আসর মাতালেন সায়নী ঘোষ (Sayani Ghosh)-জুন মালিয়ারা।

‘নবনীড়’ বৃদ্ধাশ্রম অরূপের নিজের পরিবারের মতো। সকাল থেকে সেখানে চূড়ান্ত ব্যস্ততা আর এলাহী আয়োজন। মন্ত্রী পৌঁছেই সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এবং সব ব্যবস্থাপনা ঠিকভাবে হয়েছে কিনা তার তদারকিও করতে দেখা গেল। এদিন টালিগঞ্জ বিধানসভা এলাকার নটি পুরসভার প্রতিনিধিরাও হাজির ছিলেন। রাজনৈতিক চরিত্ররা আজ রাজনীতি থেকে অনেকটা দূরে, মিশলেন সাধারণ মানুষের আবেগ আর ভালবাসার সঙ্গে। টালিগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রতি বছর ভাইফোঁটার দিনে সকালে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছ থেকে ফোটা নিয়ে তাঁর কর্মসূচি শুরু হয়। এবারেও বাংলার দিদির বাড়িতে গেছিলেন তিনি। তারপর নিজের বোনের কাছে ফোঁটা নিয়েই গন্তব্য নবনীড় বৃদ্ধাশ্রম। দিদাদের সঙ্গে কিছুটা সময় কাটানো গল্প করা ফোঁটা নেওয়া তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ বলেই জানান মন্ত্রী। এ বছর ভাই ফোটায় অরূপের প্রার্থনা ভাই বোন সকলে একসঙ্গে মিলেমিশে একে অন্যকে যাতে রক্ষা করতে পারেন। সকলে মিলে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, ‘বহুরূপী’ নায়িকা কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee), প্রাক্তন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান-সহ অন্যান্যরা। জুন (Jun Maliya) জানান নবনীড় বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা উদযাপন তাঁর প্রিয় মুহূর্তগুলোর মধ্যে অন্যতম। টলিউডের ‘ঝিমলি’কে হাতের কাছে পেয়ে অনুরোধ এলো ‘বহুরূপী’র গান গাওয়ার জন্য। কৌশানী শেয়ার করলেন ভাইফোঁটা স্পেশাল প্ল্যানিং-এর কথাও। পাশাপাশি পুজোয় মুক্তি প্রাপ্ত তাঁর ছবি প্রিয় দাদা অরূপ বিশ্বাস সোমবারে দেখতে যাবেন বলে মন্ত্রীর থেকে কথা আদায় করে নিলেন নায়িকা। নুসরতের কথায় ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর থেকেই “অরূপ দাকে” ভাইফোঁটা দেওয়া শুরু, যা চলবে আজীবন।

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version