Saturday, August 23, 2025

জন্মদিনে নোবেল জয়ী অমর্ত্যকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পাঠালেন উপহার

Date:

প্রতিবারের মতো এবারও নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দিলেন উপহারও। ৯১ বছরে পা দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। এদিন শান্তিনিকেতনের প্রতীচীতে অমর্ত্য সেনকে (Amartya Sen) শুভেচ্ছা বার্তা ও উপহার পাঠান মুখ্যমন্ত্রী।

রবিবার বীরভূমের (Birbhum) জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী-সহ অন্যান্য আধিকারিকেরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচীর বাড়িতে। বর্তমানে আমেরিকার বোস্টন শহরে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। এদিন তাঁর হয়ে বাড়িতে উপহার ও শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন প্রতীচী দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার ও পরিচারিকা রানি মুর্মু।

অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ চলছে। নোবেল জয়ীকে রীতিমতো অসম্মানজনক চিঠি পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সময় শান্তিনিকেতনে নিজে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দেন। দিয়ে আসেন অমর্ত্য সেনের জমির প্রয়োজনীয় নথি। পরবর্তীতে বিশ্বভারতীর করা সেই মামলায় স্থগিতাদেশ জারি করে সিউড়ি আদালত।

এদিন প্রতীচীতে অর্মত্য সেনের জন্মদিন উদযাপন করেন বিশ্বভারতীর প্রাক্তনী, পড়ুয়া, স্থানীয় সাহিত্যিক ও শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা। গীতিকণ্ঠ মজুমদার জানান, জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, প্রবীণ আশ্রমিক কল্পিকা মুখোপাধ্যায়, বোলপুর পুরসভার পুর- প্রধান পর্ণা ঘোষ, শান্তভানু সেন-সহ বিশিষ্টরা।

আরও পড়ুন- আরও নমনীয় রাজ্য! এবার আবাস যোজনায় ভূমিহীন উপভোক্তাদের জমি দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version