সিনিয়র অফিসারকে গুলি করে হত্যা করে ধৃত কনস্টেবল। ঘটনাটি ঘটেছে মনিপুরের (Manipur) মংবুং গ্রামের পুলিশ পোস্টে। পুলিশ (Police) সূত্রের খবর, ডিউটি নিয়ে গত শনিবার থেকে ওই সাব-ইন্সপেক্টর শাহজাহান সঙ্গে বচসা চলছিল অভিযুক্ত কনস্টেবল বিক্রমজিৎ আকোইজাম। অভিযোগ, এদিন সকালেও দুজনের মধ্যে বচসা বাধে। সে সময়ই নিজের সার্ভিস রাইফেল থেকে সাব-ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। সকাল ১০টা নাগাদ মণিপুরের জিরিবাম জেলার মংবুং-এ পোস্ট কমান্ডার পদে মোতায়েন ছিলেন পূর্ব ইম্ফলের ইয়াইরিপোক তবোকপির বাসিন্দা শাহজাহান। অভিযুক্ত বিক্রমও একই জায়গায় কর্মরত ছিলেন। জিরিবাম পুলিশের (Police) তরফে এই মর্মে জানানো হয়েছে, ঘটনার পর শাহজাহানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিক্রমকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
