Wednesday, May 7, 2025

ভীমসেনা প্রধান সতপালকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

Date:

Share post:

ফের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের  বিরুদ্ধে নতুন মামলা করা হল হরিয়ানায়। এবার বিদেশে বসেই ভীমসেনা প্রধান সতপাল তনওয়ারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুগ্রাম পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে ।

প্রসঙ্গত, লরেন্স গুজরাটের জেলে বন্দি। কিন্তু তার ভাই আনমোল ভারতের বাইরে রয়েছেন। একাধিক মামলা আছে তার নামে। তাকে দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। কিছু দিন আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় আনমোলের নাম প্রকাশ্যে এসেছিল। ওই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের সঙ্গে আনমোল বিদেশ থেকে যোগাযোগ রেখেছিলেন বলে দাবি তদন্তকারীদের। এ বার ভীমসেনা প্রধানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে।

অভিযোগ, সতপালকে ফোন করছেন আনমোল। ফোনগুলি আসছে জিম্বাবোয়ে কিংবা কেনিয়ার নম্বর থেকে। দু’টিই আফ্রিকার দেশ। ফোন করে সতপালকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সতপালের কাছে আনমোলের একাধিক ফোন এসেছে গত ৩০ অক্টোবর। সেই অভিযোগের ভিত্তিতে আনমোলের বিরুদ্ধে নতুন মামলা রুজু করেছে গুরুগ্রাম পুলিশ। এসটিএফ-সহ একাধিক অপরাধদমন এবং সাইবার অপরাধদমন শাখার পুলিশ বিশেষ দল গঠন করে বিষয়টি খতিয়ে দেখছে।

শনিবার ভারতীয় ন্যায় সংহিতার ৩৭ নম্বর ধারায় আনমোলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় তদন্তকারী সংস্থা আনমোলের মাথার দাম ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা।








spot_img

Related articles

আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিট মিলবে ৮ মে

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের...

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...