ফের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে নতুন মামলা করা হল হরিয়ানায়। এবার বিদেশে বসেই ভীমসেনা প্রধান সতপাল তনওয়ারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুগ্রাম পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে ।

প্রসঙ্গত, লরেন্স গুজরাটের জেলে বন্দি। কিন্তু তার ভাই আনমোল ভারতের বাইরে রয়েছেন। একাধিক মামলা আছে তার নামে। তাকে দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। কিছু দিন আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় আনমোলের নাম প্রকাশ্যে এসেছিল। ওই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের সঙ্গে আনমোল বিদেশ থেকে যোগাযোগ রেখেছিলেন বলে দাবি তদন্তকারীদের। এ বার ভীমসেনা প্রধানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে।

অভিযোগ, সতপালকে ফোন করছেন আনমোল। ফোনগুলি আসছে জিম্বাবোয়ে কিংবা কেনিয়ার নম্বর থেকে। দু’টিই আফ্রিকার দেশ। ফোন করে সতপালকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সতপালের কাছে আনমোলের একাধিক ফোন এসেছে গত ৩০ অক্টোবর। সেই অভিযোগের ভিত্তিতে আনমোলের বিরুদ্ধে নতুন মামলা রুজু করেছে গুরুগ্রাম পুলিশ। এসটিএফ-সহ একাধিক অপরাধদমন এবং সাইবার অপরাধদমন শাখার পুলিশ বিশেষ দল গঠন করে বিষয়টি খতিয়ে দেখছে।
শনিবার ভারতীয় ন্যায় সংহিতার ৩৭ নম্বর ধারায় আনমোলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় তদন্তকারী সংস্থা আনমোলের মাথার দাম ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা।
