Saturday, August 23, 2025

বেনজির! নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎকে দরাজ শংসাপত্র IFA-সহ ময়দানের ‘তিন প্রধানের’

Date:

উৎসবের মরশুম কাটতেই সারাদেশের সঙ্গে বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। চলতি মাসের ১৩ তারিখ ভোটগ্রহণ। নৈহাটি কেন্দ্রে তৃণমূল (TMC) প্রার্থী সনৎ দে (Sanat De)। তাঁর সমর্থনে বেনজির শংসাপত্র আইএফএ-সহ কলকাতা ময়দানের ৩ প্রধান- ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের শীর্ষকর্তাদের। ভিডিও বার্তায় ‘ক্রীড়া সংগঠক’ সনৎকে দরাজ সার্টিফিকেট (Certificate) দিলেন তাঁরা।উপনির্বাচনেও এক ছটাক জমি ছাড়তে রাজি নয় রাজ্যের শাসকদল। উৎসবের মধ্যেও চলছে প্রচার। তবে, সোমবার বেনজির ঘটনার সাক্ষী রাজ্যবাসী। এদিন সকালে তৃণমূলের এক্স হ্যান্ডেল (X Handle) থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়। সেখানে মোহনবাগানের দেবাশিষ দত্ত, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, মহামেডানের মহম্মদ কামারুদ্দিন থেকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত সকলেই ক্রীড়া সংগঠক হিসেবে তৃণমূল প্রার্থী সনৎ দেকে দরাজ শংসাপত্র দিয়েছেন। প্রত্যেকের মতেই, নৈহাটি স্টেডিয়াম রক্ষণাবেক্ষণে সনতের জুড়ি মেলা ভার। নৈহাটিতে কলকাতা লিগের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়াও ছোট বড় নানা ম্যাচ লেগেই থাকে নৈহাটির মাঠে। ময়দানের কর্তারা জানাচ্ছেন, সনৎকে তাঁরা সব সময় পাশে পান।

আরও খবর: উপনির্বাচনের দিন বদল, পিছিয়ে গেল কেরালা, পঞ্জাব, উত্তরপ্রদেশে ভোট

একই সঙ্গে দক্ষ সংগঠকের আখ্যাও পেয়েছেন সনৎ (Sanat De)। শুধু ৩ প্রধানের শংসাপত্রই নয়, প্রাক্তন মোহন অধিনায়ক সংগ্রাম মুখোপাধ্যায় সরাসরি তৃণমূল প্রার্থীকে ভোটে জেতানোর আবেদন জানিয়েছেন। ভিডিওর শেষে দেখা যাচ্ছে প্রাক্তন গোলরক্ষক আশাবাদী যে বিপুল ভোটে জিতবেন সনৎ।

ময়দানের সঙ্গে রাজনীতির যোগ নতুন নয়। এককালে তদানীন্তন লাল-হলুদ কর্তা মানস মুখোপাধ্যায় সিপিএমের হয়ে ভোটে লড়ে বিধায়ক হয়েছিলেন। তৃণমূলে দীপেন্দু বিশ্বাস থেকে প্রসূন বন্দ্যোপাধ্য়ায়, মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লা ভোটে জিতে জন প্রতিনিধি হন অনেকেই। তবে ইস্ট-মোহন-মহামেডান কর্তারা একযোগে কোনও একদলের প্রার্থীর হয়ে ভোট প্রচার করার কথা সাম্প্রতিক অতীতে মনে করতে পারছেন না কেউই। ফলে নিয়ে স্বাভাবিক ভাবেই সাড়া পড়েছে কলকাতা ময়দানে।







Related articles

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...
Exit mobile version