Sunday, November 16, 2025

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে কী বললেন রোহিত?

Date:

গতকাল নিউজিল্যান্ডের কাছে হেরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। কিউইদের কাছে ৩-০ হার টিম ইন্ডিয়ার। যা ভারতের টেস্ট ইতিহাসে বড় লজ্জার নজির। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করলেন, নেতা এবং ব্যাটার হিসেবে তিনি সেরা জায়গায় ছিলেন না। বললেন, এভাবে ঘরের মাঠে টেস্ট সিরিজ হার সহজে হজম হওয়ার নয়। আমার কেরিয়ারের খুব খারাপ হার। ব্যর্থতার দায় আমি নিচ্ছি।

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বললেন, ‘‘যেভাবে সিরিজ হারলাম, এটাই আমার কেরিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্ত। অধিনায়ক হিসেবে সবচেয়ে খারাপ সিরিজ। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি। এই হার হজম করা কঠিন। আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি। গোটা সিরিজে নিউজিল্যান্ড অনেক ভাল খেলেছে। প্রচুর ভুল করেছি আমরা। এত ভুল করলে জেতা যায় না। আমাদের মেনে নিতে হবে। আমরা বেঙ্গালুরু এবং পুণেতে প্রথম ইনিংসে বড় রান তুলতে পারিনি। ম্যাচে সেখানেই আমরা পিছিয়ে পড়েছি। এখানে ৩০ রানের লিড পাই। দ্বিতীয় ইনিংসে উইকেট কঠিন হলেও লক্ষ্য ছিল আয়ত্তের মধ্যেই। শুধু নিজেদের একটু প্রয়োগ করতে হত। কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি।’’

এরপর রোহিত স্বীকার করে নিলেন, ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও ব্যর্থ হয়েছেন। বললেন, ‘‘যখন আমি কোনও ম্যাচে ব্যাট করতে যাই, তখন মাথায় অনেক কিছু আইডিয়া ঘোরে। এই সিরিজে সেটা মাথায় আসেনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই সিরিজে অধিনায়ক ও ব্যাটার হিসেবে আমি সেরা জায়গায় ছিলাম না। ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। এই রকম পিচে ৩-৪ বছর ধরে আমরা খেলছি। জানি, কীভাবে খেলতে হয় এখানে। কয়েকজন যেমন, পন্থ, গিল, যশস্বী সেটা দেখিয়েওছে। কিন্তু দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। এটাই কষ্ট দিচ্ছে।’’

এরপর অস্ট্রেলিয়া সিরিজ। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজ নিয়ে আশাবাদী রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় আগে আমাদের অনেকেই খেলেছে। আবার অনেকে এই প্রথম খেলবে। সবার কাছেই পাঁচ টেস্টের সিরিজ বড় চ্যালেঞ্জ। তবে পরপর দু’বার আমরা ওখানে সিরিজ জিতেছি। সেই আত্মবিশ্বাসটাও আমাদের সঙ্গে থাকবে। এই সিরিজের ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে।’’

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজের আগে টিম ইন্ডিয়াকে সতর্ক গাভাস্করের

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version