অস্ট্রেলিয়া সিরিজের আগে টিম ইন্ডিয়াকে সতর্ক গাভাস্করের

এই নিয়ে গাভাস্কর বলেন,” আমার মনে হয় ভারতের প্রস্তুতি ম্যাচ খেলা উচিত।

নিউজিল্যান্ড সিরিজও অতীত। এবার সামনে অস্ট্রেলিয়া। নভেম্বরে শুরু বর্ডার গাভাস্কর ট্রফি। তবে তার আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। আর টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে বদল করা উচিত বলে জানিয়েছেন গাভাস্কর।

এই নিয়ে গাভাস্কর বলেন,” আমার মনে হয় ভারতের প্রস্তুতি ম্যাচ খেলা উচিত। দলের সিনিয়র খেলোয়াড়দের হয়তো দরকার না থাকতে পারে। কিন্তু সরফরাজ খান, ধ্রুব জুরেল, যশস্বী জসওয়ালেরা প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়েছে। ওখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। অস্ট্রেলিয়া ‘এ’ দল না হলেও কুইন্সল্যান্ডের মতো দলের বিরুদ্ধে খেলা যেতে পারে। তা হলে ওখানকার উইকেটের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে ওদের সুবিধা হবে।” এখানেই না থেমে গাভাস্কর আরও বলেব,” ওখানে গতির সঙ্গে মানিয়ে নিতে হবে। জোরে বোলারদের ২২ গজের বদলে ২০ গজ দূর থেকে বল করতে বলতে হবে। তাহলে বল জোরে আসবে। অস্ট্রেলিয়ার পিচে নতুন বল সামলে নিতে পারলে ব্যাট করতে কোনও সমস্যা হবে না। নতুন বল সামলানোই আসল চ্যালেঞ্জ।”

ঠিক ছিল, অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে একটি ম্যাচ খেলবেন রোহিতেরা। কিন্তু এখন জানা যাচ্ছে, ১০ নভেম্বর অস্ট্রেলিয়া রওনা হবে দল। সেখানে গিয়ে পুরোটাই অনুশীলনের উপর জোর দেওয়া হবে। কোনও প্রস্তুতি ম্যাচ হবে না।

আরও পড়ুন- এবার মিশন মহামেডান, প্রস্তুতি শুরু লাল-হলুদের, স্পেনে ফিরলেন হেক্টর