Monday, May 5, 2025

তামিলনাড়ুর গ্রাম থেকেই পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি? জলহস্তীর ভিন্ন সুর

Date:

প্রথমবার আমেরিকার নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত মহিলা রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে। একাধিক সমীক্ষায় অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস (Kamala Harris)। তবে যতক্ষণ না নির্বাচন শেষে ফলাফল প্রকাশ হচ্ছে নিশ্চিন্ত হতে পারছেন না তামিলনাড়ুর (Tamilnadu) থুলাসেন্দ্রপুরমের বাসিন্দারা। নির্বাচন শুরুর আগে সেখানে শুরু হয়েছে বিশেষ পুজো। যদিও থাইল্যান্ড (Thailand) থেকে সুখবর আসছে না হ্যারিসের জন্য। গণৎকার জলহস্তী ট্রাম্পকেই (Donald Trump) এগিয়ে রাখছে নির্বাচনে।

বর্তমান মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের মা তামিলনাড়ুর থুলাসেন্দ্রপুরম (Thulasendrapuram) গ্রামের মেয়ে ছিলেন। সেখানে বর্তমানে সেই পরিবারের কোনও বংশধর না থাকলেও সকলেই কমলার মা শ্যামলার পরিবারকে নিজেদের পরিবার মনে করেন। তাঁদের বক্তব্য তাঁদের গ্রামের মেয়ে শ্যামলার মেয়ে এবার রাষ্ট্রপতি হওয়ার পথে। চেন্নাই (Chennai) থেকে সাড়ে তিনশো কিমি দূরের এই গ্রামে রয়েছে একটি জাগ্রত শিবের মন্দির। যদিও শ্যামলার পরিবার প্রায় একশো বছর আগে এই গ্রাম ছেড়ে গিয়েছিল, তবুও তাঁদের পরিবারের সঙ্গে একাত্মবোধ করেন গ্রামবাসীরা। তাই শিবমন্দিরে পুজো দিয়ে কমলার জয়ের প্রার্থনা করছেন তাঁরা।

এর আগে ২০২০ সালেও একইভাবে এই গ্রামের শিবমন্দিরে পুজোর আয়োজন করা হয়েছিল কমলাকে উপরাষ্ট্রপতি করার প্রার্থনায়। এমনকি কমলা হ্যারিস (Kamala Harris) উপরাষ্ট্রপতি হওয়ার পরে সেখানে ফেটেছিল বাজিও।

তবে ভারতীয় বংশোদ্ভূত মহিলার জন্য সুখবর দিচ্ছে না নির্বাচনের গণৎকার হিসাবে মনে করা থাইল্যান্ডের জলহস্তী মু ডেং (Moo Deng)। এবারের নির্বাচনে প্রথম থেকেই গণৎকারের ভূমিকায় নেমেছে থাইল্যান্ডের সেলিব্রিটি পিগমি (pigmy) জলহস্তী মু ডেং। তার সামনে দুটি তরমুজের খোসায় দুই প্রার্থীর নাম লিখে দেওয়া হয়। মু ডেং এসে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নাম লেখা তরমুজের খোসাটি পছন্দ করে। এর থেকেই গণৎকারদের অনুমান মার্কিন নির্বাচনে এবার পাল্লা ভারী প্রাক্তন রাষ্ট্রপতিরই।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version