Monday, November 10, 2025

আত্মহত্যা নয়, খুন হয়েছেন অভিনেতা সুশান্ত! বিস্ফোরক দাবি সলমনের প্রাক্তন প্রেমিকার 

Date:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু রহস্যের সমাধান হয়নি আজও। আত্মহত্যা না খুন, তা নিয়ে অনুরাগীদের মনে ধোঁয়াশা রয়ে গেছে। আর এবার অভিনেতার মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি সলমন খানের (Salman Khan) প্রাক্তন প্রেমিকা সোমি আলির(Somi Aly)। সোশ্যাল মিডিয়ার এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, প্রয়াত নায়কের অটোপসি রিপোর্ট নাকি বদল করা হয়েছে! সোশাল মিডিয়ায় সোমির এক লিখিত বক্তব্যের স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়েছে।

২০২০ সালের ১৪ জুন রহস্যজনকভাবে সুশান্তের ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার হয়। অভিনেতার মৃত্যুর পর তাঁর প্রথমে দেহের ময়নাদতদন্ত করেছিলেন মুম্বইয়ের কুপার হাসপাতালের চিকিৎসকরা। পরে সিবিআই এই মামলার তদন্তভার নেয়। প্রাথমিকভাবে ময়নাতদন্তের পর নায়কের ভিসেরা নমুনা যায় AIIMS-এর ফরেনসিক টিমের কাছে। এখান থেকেই ফাইনাল রিপোর্ট সিবিআই-এর হাতে জমা করে যেখানে আত্মহত্যার কথা বলা হয়েছে। যদিও অভিনেতার ঘনিষ্ঠরা অনেকেই এই ব্যাখ্যাকে সমর্থন করতে পারেননি। এবার সোমি আলি সরাসরি খুনের তত্ত্বকে তুলে ধরলেন। সোমি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তাঁকে (সুশান্তকে) খুন করা হয়েছে আর তা আত্মহত্যা হিসেবে দেখানো হয়েছে। এইমসের ডা. সুধীর গুপ্তকে প্রশ্ন করুন অটোপসি রিপোর্ট কে পালটেছে, আর কেন?’

বিচারকে নিরপেক্ষ করতে সরকারবিরোধী হতেই হবে এমন নয়: প্রধান বিচারপতি

১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সলমনের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি। যদিও তার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় বলেই, বলিউডে জল্পনা। বিভিন্ন সময়ের অভিনেত্রীর নানা মন্তব্যে বিতর্ক হয়েছে এবং তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন। সলমন তাঁর উপর শারীরিক নির্যাতনও করতেন, এমনই দাবি ছিল তাঁর। তবে ভাইজানের উপর হুমকির ঘটনা এবং গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় গুলিবর্ষণের খবর প্রকাশ্যে আসা মাত্রই তিনি সমবেদনা জানিয়েছেন।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version