অনলাইন বিশ্বকোষ সংস্থা ‘উইকিপিডিয়া’-কে নোটিশ পাঠাল কেন্দ্র। সম্প্রতি উইকিপিডিয়া-র পাতায় পক্ষপাতদুষ্ট এবং অসত্য তথ্য যুক্ত করা হয়েছে বলে একাধিক অভিযোগ উঠে এসেছে। তার প্রেক্ষিতেই অনলাইন বিশ্বকোষ সংস্থাকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ওই নোটিশে বলা হয়েছে, সংস্থার একটি নির্দিষ্ট নিয়ন্ত্রক গোষ্ঠী রয়েছে। সেখানে কী তথ্য যুক্ত হচ্ছে, তা দেখার জন্যও লোক আছেন। তা হলে ওই অনলাইন বিশ্বকোষ সংস্থাকে ‘প্রকাশক’ হিসাবে না দেখে কেন ‘মাধ্যম’ হিসাবে বিবেচনা করা হবে? এই বিষয়ে বিশদে জানতে চেয়েছে কেন্দ্র। দিল্লি হাইকোর্টে অনলাইন বিশ্বকোষ সংস্থার বিরুদ্ধে মামলা চলছে। উইকিপিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আদালতে অভিযোগ করা হয়েছে, উইকিপিডিয়ায় তাদের সম্পর্কে ভ্রান্ত তথ্য দেওয়া হয়েছে।গত শুক্রবার এই মামলার শুনানিতে আবারও আদালতে প্রশ্নের মুখে পড়েছিল উইকিপিডিয়া।
উইকিপিডিয়া দাবি করে, তারা ‘বিনা খরচের বিশ্বকোষ’। তারা কোনও তথ্যের ‘প্রকাশক’ নয়, শুধুমাত্র ‘মাধ্যম’। অনলাইন বিশ্বকোষ সংস্থার সেই দাবির প্রসঙ্গ টেনেই হাইকোর্ট প্রশ্ন করেছিল, যদি আপনারা শুধু মাধ্যমই হন, তা হলে এত ভাবছেন কেন? প্রসঙ্গত, উইকিপিডিয়া নিজেদের বিশ্বকোষ বলে দাবি করে। পাশাপাশি এটাও সতর্ক করে যে সেখানে প্রকাশিত তথ্যের দায় তাদের নয়।এর আগে এক শুনানিতে অনলাইন বিশ্বকোষ সংস্থার আইনজীবী জয়ন্ত মেহতা হলফনামা জমা দিয়ে দাবি করেছিলেন, যে সকল ব্যবহারকারী উইকিপিডিয়ায় ‘এডিট’ করেন, তাদের বিশেষ কিছু আইন এবং নিয়ম মানতে হয়। তবেই ‘অনলাইন বিশ্বকোষ’-এ কোনও তথ্য যুক্ত করতে পারেন তারা।
আইনজীবী বলেন, উইকিপিডিয়া ফেসবুক বা অন্যান্য সমাজমাধ্যমের পাতা নয় যে সেখানে যে যার খুশি মতো লেখালেখি বা পোস্ট করতে পারেন। এটা একটি বিশ্বকোষ। এখানে শুধুমাত্র ‘ইউজ়ার’রাই তথ্য যোগ করতে পারেন। এবং সেটার বিশ্বাসযোগ্যতা থাকতে হয়।