রাজ্যে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হল। কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজে কয়েক দিন আগেই চালু হয়েছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম।কলকাতার চারটি মেডিকেল কলেজে এখনও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড লাগানো হয়নি। একমাত্র এনআরএস হাসপাতালে ডিসপ্লে বোর্ড লাগানো হলেও মঙ্গলবার সেখানে কোনও রকম বেড খালি দেখানো হচ্ছে না।
তবে কয়েকজন রোগীর আত্মীয়ের বক্তব্য এই সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম চালু হওয়ায় তাদের হয়রানি অনেকটাই কমছে। আগামী কিছু দিনের মধ্যে এই রেফারেল সিস্টেম আরও উন্নত হবে এবং ডিসপ্লে বোর্ড সব জায়গায় লাগানো হবে বলে জানানো হয়েছে।
