Tuesday, November 4, 2025

রাষ্ট্রপতির হোঁচট থেকে খুনের চেষ্টা: শুরু ঘটনাবহুল আমেরিকার ভোটগ্রহণ

Date:

কখনও প্রকাশ্যে দলের কর্মী-নেতাদের চিনতে ভুল করেছেন রাষ্ট্রপতি জো বাইডেন। কখনও প্রাক্তন রাষ্ট্রপতি তথা রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) লক্ষ্য করে চলেছে গুলি। ঘটনাবহুল মার্কিন নির্বাচন অবশেষে মঙ্গলবার শুরু হল আনুষ্ঠানিক ভোটগ্রহণ প্রক্রিয়া। অল্প সময়ের অপেক্ষায় জানা যাবে আমেরিকায় ইতিহাস তৈরি করে প্রথমবার রাষ্ট্রপতি পদে বসবেন কিনা কমলা হ্যারিস (Kamala Harris)। নাকি আবার ফিরতে চলেছে ট্রাম্প জমানা।

মঙ্গলবার জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম নিউ হ্যাম্পশায়ারে (New Hampshire) ভোটগ্রহণের মধ্যে দিয়ে শুরু হয় আমেরিকার ভোটগ্রহণ। ১৯৬০ সাল থেকে এই গ্রামেই প্রথম ভোটগ্রহণ হয়ে আসছে। সাম্প্রতিক অতীতে এই পরিমাণ ঘটনাবহুল নির্বাচন মার্কিনীরা দেখেননি। যেখানে নির্বাচন শুরুর দুঘণ্টা আগেও প্রচার সেরেছেন দুই প্রার্থী। একদিকে প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প যখন হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকাকে বাঁচাতেই ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন। পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচার চালানোর সময় এক আততায়ী গুলি চালায় ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপর। নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে এই গুলি চালানোর ঘটনা আলোড়ন ফেলেছিল গোটা বিশ্বে। যদিও গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। সেই ব্যান্ডেজ বাঁধা কান নিয়ে নির্বাচনী প্রচারে ফায়দা তোলেন বলেও দাবি করেন বিরোধী ডেমোক্রাটরা।

যদিও কাদা ছোড়াছুড়ির পথে যাননি ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস (Kamala Harris)। প্রচারের শেষ লগ্নে মঙ্গলবার তিনি দাবি করেন, এমন একজন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে যিনি সবার রাষ্ট্রপতি হবেন। নির্বাচন শুরুর আগে আর্লি ভোটিং (early voting) প্রক্রিয়ার শেষে একাধিক সমীক্ষা একাধিক মত প্রকাশ করেছে। প্রাথমিকভাবে আর্লি ভোটিংয়ে ডেমোক্রাট (Democratic party) প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে থাকলেও সুইং প্রদেশগুলিতে সেই মাত্রা কমে যায়। যদিও টাইমসের সমীক্ষা বলছে এগিয়ে থাকছেন হ্যারিসই।

সুইং স্টেটে সমীক্ষায় অবস্থান

নেভাদা – হ্যারিস – ৪৯ শতাংশ – ট্রাম্প – ৪৬ শতাংশ
নর্থ ক্যারোলিনা – হ্যারিস – ৪৮ শতাংশ – ট্রাম্প – ৪৬ শতাংশ
উইসকনসিন – হ্যারিস – ৪৯ শতাংশ – ট্রাম্প – ৪৭ শতাংশ
জর্জিয়া – হ্যারিস – ৪৮ শতাংশ – ট্রাম্প – ৪৭ শতাংশ
পেনসিলভানিয়া – হ্যারিস – ৪৮ শতাংশ – ট্রাম্প – ৪৮ শতাংশ
মিচিগান – হ্যারিস – ৪৭ শতাংশ – ট্রাম্প – ৪৭ শতাংশ
অ্যারিজোনা – হ্যারিস – ৪৯ শতাংশ – ট্রাম্প – ৪৫ শতাংশ

নির্বাচনের আগে আইনি মামলায় জর্জরিত ট্রাম্প নিশ্চিত ছিলেন না তাঁকে জেলে যেতে হবে কিনা তা নিয়ে। নভেম্বরে সেই মামলা এখনও বকেয়া রয়েছে। যদিও আন্তর্জাতিক মঞ্চে কম লজ্জা কোড়াননি রাষ্ট্রপতি বাইডেন (Joe Biden)। সবকিছু ভুলতে বসা বাইডেনের কার্যকলাপ ঢাকতে মাঠে নেমেছেন প্রাক্তন ডেমোক্রাট রাষ্ট্রপতি বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাও। তবে সবকিছু ভুলিয়ে দিতে পারে নির্বাচনের ফলাফল। নিউ হ্যাম্পশায়ারে নির্বাচন শুরু হওয়ার পরেও রয়েছে টানটান উত্তেজনা। প্রাথমিক ভোটদান শুরু হতেই সেখানে ট্রাম্প ও হ্যারিস দুজনের পক্ষেই তিনটি করে ভোট পান।

Related articles

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...

নাম নেই বিশ্বকাপজয়ী অধিনায়কের, আইসিসির সেরা একাদশে স্থান পেলেন কারা?

মহিলাদের বিশ্বকাপে (Women World Cup) আইসিসির (ICC) সেরা একাদশে স্থান পেলেন তিন ভারতীয়। যদিও নাম  নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক...

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...
Exit mobile version