Friday, August 22, 2025

কখনও প্রকাশ্যে দলের কর্মী-নেতাদের চিনতে ভুল করেছেন রাষ্ট্রপতি জো বাইডেন। কখনও প্রাক্তন রাষ্ট্রপতি তথা রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) লক্ষ্য করে চলেছে গুলি। ঘটনাবহুল মার্কিন নির্বাচন অবশেষে মঙ্গলবার শুরু হল আনুষ্ঠানিক ভোটগ্রহণ প্রক্রিয়া। অল্প সময়ের অপেক্ষায় জানা যাবে আমেরিকায় ইতিহাস তৈরি করে প্রথমবার রাষ্ট্রপতি পদে বসবেন কিনা কমলা হ্যারিস (Kamala Harris)। নাকি আবার ফিরতে চলেছে ট্রাম্প জমানা।

মঙ্গলবার জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম নিউ হ্যাম্পশায়ারে (New Hampshire) ভোটগ্রহণের মধ্যে দিয়ে শুরু হয় আমেরিকার ভোটগ্রহণ। ১৯৬০ সাল থেকে এই গ্রামেই প্রথম ভোটগ্রহণ হয়ে আসছে। সাম্প্রতিক অতীতে এই পরিমাণ ঘটনাবহুল নির্বাচন মার্কিনীরা দেখেননি। যেখানে নির্বাচন শুরুর দুঘণ্টা আগেও প্রচার সেরেছেন দুই প্রার্থী। একদিকে প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প যখন হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকাকে বাঁচাতেই ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন। পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচার চালানোর সময় এক আততায়ী গুলি চালায় ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপর। নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে এই গুলি চালানোর ঘটনা আলোড়ন ফেলেছিল গোটা বিশ্বে। যদিও গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। সেই ব্যান্ডেজ বাঁধা কান নিয়ে নির্বাচনী প্রচারে ফায়দা তোলেন বলেও দাবি করেন বিরোধী ডেমোক্রাটরা।

যদিও কাদা ছোড়াছুড়ির পথে যাননি ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস (Kamala Harris)। প্রচারের শেষ লগ্নে মঙ্গলবার তিনি দাবি করেন, এমন একজন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে যিনি সবার রাষ্ট্রপতি হবেন। নির্বাচন শুরুর আগে আর্লি ভোটিং (early voting) প্রক্রিয়ার শেষে একাধিক সমীক্ষা একাধিক মত প্রকাশ করেছে। প্রাথমিকভাবে আর্লি ভোটিংয়ে ডেমোক্রাট (Democratic party) প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে থাকলেও সুইং প্রদেশগুলিতে সেই মাত্রা কমে যায়। যদিও টাইমসের সমীক্ষা বলছে এগিয়ে থাকছেন হ্যারিসই।

সুইং স্টেটে সমীক্ষায় অবস্থান

নেভাদা – হ্যারিস – ৪৯ শতাংশ – ট্রাম্প – ৪৬ শতাংশ
নর্থ ক্যারোলিনা – হ্যারিস – ৪৮ শতাংশ – ট্রাম্প – ৪৬ শতাংশ
উইসকনসিন – হ্যারিস – ৪৯ শতাংশ – ট্রাম্প – ৪৭ শতাংশ
জর্জিয়া – হ্যারিস – ৪৮ শতাংশ – ট্রাম্প – ৪৭ শতাংশ
পেনসিলভানিয়া – হ্যারিস – ৪৮ শতাংশ – ট্রাম্প – ৪৮ শতাংশ
মিচিগান – হ্যারিস – ৪৭ শতাংশ – ট্রাম্প – ৪৭ শতাংশ
অ্যারিজোনা – হ্যারিস – ৪৯ শতাংশ – ট্রাম্প – ৪৫ শতাংশ

নির্বাচনের আগে আইনি মামলায় জর্জরিত ট্রাম্প নিশ্চিত ছিলেন না তাঁকে জেলে যেতে হবে কিনা তা নিয়ে। নভেম্বরে সেই মামলা এখনও বকেয়া রয়েছে। যদিও আন্তর্জাতিক মঞ্চে কম লজ্জা কোড়াননি রাষ্ট্রপতি বাইডেন (Joe Biden)। সবকিছু ভুলতে বসা বাইডেনের কার্যকলাপ ঢাকতে মাঠে নেমেছেন প্রাক্তন ডেমোক্রাট রাষ্ট্রপতি বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাও। তবে সবকিছু ভুলিয়ে দিতে পারে নির্বাচনের ফলাফল। নিউ হ্যাম্পশায়ারে নির্বাচন শুরু হওয়ার পরেও রয়েছে টানটান উত্তেজনা। প্রাথমিক ভোটদান শুরু হতেই সেখানে ট্রাম্প ও হ্যারিস দুজনের পক্ষেই তিনটি করে ভোট পান।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version