Monday, November 3, 2025

ছট পুজোয় মোতায়েন পাঁচ হাজার পুলিশ, বুধের রাত থেকে বন্ধ রবীন্দ্র–সুভাষ সরোবর 

Date:

ছটপুজো উপলক্ষে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের (Kolkata Police)। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৫০০০ পুলিশকর্মী। কলকাতা হাইকোর্টের (Calcutta High court) নির্দেশ অনুযায়ী রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর ছটপুজোয় ব্যবহার করা যাবে না। দূষণ ঠেকাতে আজ, বুধবার থেকে সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হবে এই দুই সরোবর। আজ রাত ৮টার পর থেকে এই দুই সরোবরের সব ক’টি গেট বন্ধ করে দেওয়া হবে। গেট আবার খুলবে ৮ নভেম্বর, শুক্রবার দুপুর ১২টায়। বুধবার থেকেই দুই সরবরের নিরাপত্তায় থাকছে কমপক্ষে ১৫০ পুলিশকর্মী। লালবাজার জানিয়েছে, একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সব গেটেই থাকছে বিশেষ পাহারা।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর এবং শহরের মোট ৯টি জলাশয়ে ছটপুজো করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সবকটি জলাশয় ইতিমধ্যেই পুলিশ দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। পুজো সম্পন্ন করতে ছোট পুকুর, ঘাট, অস্থায়ী ঘাট মিলিয়ে ১০০টি জলাশয়ে ছটপুজোর অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় থানা নিরাপত্তার দায়িত্বে থাকবে। শহরজুড়ে মোট পাঁচ হাজার বাড়তি পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে। নিষিদ্ধ শব্দবাজির দাপট ঠেকাতেও এই বার তৎপর পুলিশ কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন রাস্তায় কিছুক্ষনের জন্য হলেও যান নিয়ন্ত্রণ করা হতে পারে। বিগত বছরগুলিতে দেখা গেছে ছটপুজো দিতে যখন যাওয়ার সময় লরি থেকে শব্দবাজি ফেলা হয়। এবার এমন ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বাজে কদমতলা ঘাট, তক্তাঘাট ছটপুজোর জন্য প্রস্তুত করা হয়েছে। একাধিক ঘাট পরিদর্শনে করবেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। থাকবেন লালবাজারের শীর্ষ কর্তারা।

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version