Thursday, August 21, 2025

ফিফা ক্লাব বিশ্বকাপে নতুন নিয়ম, খেলোয়াড় কেনা যাবে মাঝপথেও

Date:

Share post:

খোলনলচে বদলে ৩২টি দল নিয়ে আগামী জুনে শুরু হবে নতুন কাঠামোয় ফিফা ক্লাব বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের জন্য নতুন নিয়ম এনেছে ফিফা। সেই নিয়ম প্রকাশ করা হয়েছে। ক্লাবগুলো বিশ্বকাপ চলার সময়েই নতুন খেলোয়াড় দলে নিতে পারবে। এ ছাড়া বিশ্বকাপকে সামনে রেখেই নতুন একটি দলবদল উইন্ডো চালু হচ্ছে। বিশ্বকাপে ক্লাবগুলোর স্কোয়াড কত সদস্যের হতে পারবে সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। দলগুলোকে তাদের প্রথম ম্যাচের ৩ থেকে ৫ দিন আগে আয়োজক যুক্তরাষ্ট্রে যেতে বলা হয়েছে। আগামী বছরের ১৫ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। ফাইনাল হবে ১৩ জুলাই। প্রায় এক মাসের এই টুর্নামেন্ট নিয়ে আপত্তি জানিয়েছেন অনেক ফুটবলারই। দুই মরসুমের মাঝে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের কারণে খেলোয়াড়েরা বিশ্রাম পাবেন না, আপত্তির মূল কারণ এটিই।

তবে এ সব আপত্তি যে ফিফা গ্রাহ্য করছে না সেটির প্রমাণ খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রের যাওয়ার সময় নির্ধারণ করে দেওয়া। ক্লাব বিশ্বকাপ শুরুর ৫ দিন আগেও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে হতে পারে অনেককে। জুনের ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের উইন্ডো। জাতীয় দলের হয়ে খেলেই যুক্তরাষ্ট্রের বিমানে উঠতে হতে পারে লিওনেল মেসি-ভিনিসিয়ুস জুনিয়রদের। চ্যাম্পিয়নস লিগের ফাইনালটাও হবে কাছাকাছি সময়ে ৩১ মে। যার অর্থ কিছু খেলোয়াড়কে নিয়মিত মরসুম শেষ হওয়ার পরও বিশ্রাম ছাড়াই টানা খেলে যেতে হবে।

ফিফার ক্লাব বিশ্বকাপ নিয়মে বলা হয়েছে যে ক্লাব বিশ্বকাপে একটির বেশি ক্লাবের সঙ্গে জড়িত থাকতে পারবেন না মালিক পক্ষের কেউ। দলগুলো সর্বনিম্ন ২৬ ও সর্বোচ্চ ৩৫ জন খেলোয়াড় নিয়ে যেতে পারবে বিশ্বকাপে। জুনের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত বিশেষ দলবদল উইন্ডোও থাকছে।যেহেতু নিয়মিত মরসুম শেষের টুর্নামেন্ট, তাই অনেক খেলোয়াড়ই ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন। ওই খেলোয়াড়কে নিজেদের খেলোয়াড় দাবি করতে পারে একাধিক ক্লাব। এমন কিছু হলে নির্দিষ্ট  সেই খেলোয়াড় কোন ক্লাবে খেলবেন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা।

গত মরসুমে পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৩০ জুন। ফ্রি এজেন্ট হয়েই পরে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি তারকা। বিশ্বকাপের মাঝপথে এমন কোনও সমস্যা যেন না হয় ফিফা সেটি নিশ্চিত করতেই নতুন নিয়ম নিয়ে এসেছে। আগেই নতুন চুক্তি না করলে ক্লাব বিশ্বকাপ চলাকালে ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন  ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা, বায়ার্ন মিউনিখের আলফোন্সো ডেভিস, ইয়োশুয়া কিমিখ, লিরয় সানে, ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রিস ও রিয়াল মাদ্রিদের ফারলাঁ মেন্দি। এই ধরনের খেলোয়াড়দের জন্যই জুনের ট্রান্সফার উইন্ডো চালু করতে যাচ্ছে ফিফা।

অবশ্য টুর্নামেন্টের মাঝপথেই ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত দলে নতুন খেলোয়াড় নেওয়ার, পুরোনো খেলোয়াড়দের বাদ দেওয়ার সুযোগ থাকছে ক্লাবগুলোর। তবে ক্লাব বিশ্বকাপে শুধুমাত্র একটি ক্লাবের হয়েই খেলতে পারবেন ফুটবলাররা। উদাহরণ হিসেবে বলা যায়, ক্লাব বিশ্বকাপে সিটির হয়ে ম্যাচ খেলার পর ৩০ জুনের পর ডি ব্রুইনা যদি বায়ার্নে যোগ দেন তবে জার্মান ক্লাবটির হয়ে বিশ্বকাপে খেলতে পারবেন না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...