মাধ্যমিকের মডেল প্রশ্নপত্র প্রকাশ, দুঃস্থ-মেধাবী পরীক্ষার্থীরা পাবেন বিনামূল্যে

মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মেনে সাতটি বিষয়ের মডেল প্রশ্নপত্র প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম এবং প্রশ্নপত্রের ধরন অনুযায়ী এই মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এই বইতে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হবে তার ধারণা দেওয়া হয়েছে। দুঃস্থ ও মেধাবী পরীক্ষার্থীদের বইটি সম্পূর্ণরূপে বিনামূল্যে দেওয়া হবে। রাজ্যের মোট ৩৯টি সরকারি স্কুলের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও স্কুলের পরিচয়পত্র দেখিয়ে বইটি কিনতে গেলে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন- অগ্নিমূল্যে বিকোচ্ছে মাছ-সবজি! বাজারে হানা টাস্ক ফোর্সের