Tuesday, November 11, 2025

যোগীরাজ্যে পুলিশের স্বেচ্ছাচারিতা, নাটকের আয়োজকের সঙ্গে অভব্য আচরণ উর্দিধারীদের

Date:

বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যে ক্ষমতার অপব্যবহার।উত্তরপ্রদেশের নাসিরাবাদে (Nasirabad, Uttarpradesh) এক নাটকের সংস্থার আয়োজককে থুতু চাটতে বাধ্য করল পুলিশ! ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই শোরগোল দেশ জুড়ে। যোগীরাজ্যের পুলিশের (UP Police) সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক মহল।

নাসিরাবাদের কাপুরপুর গ্রামের প্রধানের এক প্রতিনিধি সুশীল শর্মা দীপাবলি উপলক্ষ্যে গ্রামে একটি নাটকের আয়োজন করা হয়। প্রশাসনের অনুমতি ছাড়া এই অনুষ্ঠান হচ্ছে বলে অভিযোগ ওঠে। এরপর পুলিশ রাতেই অনুষ্ঠান মঞ্চে পৌঁছে আয়োজক সুশীলকে রীতিমতো হুমকি দিতে থাকে। তিনি নাটক বন্ধ করতে রাজি না হলে সুশীল শর্মা এবং তাঁর সহযোগীদের আটক করে থানায় নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্থা করা হয়। থানায় মেঝেতে তাঁকে থুতু চাটতেও বাধ্য করে পুলিশ। গ্রামের প্রধান এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, নাসিরাবাদের এসএইচও শিবকান্ত পাণ্ডে তাঁর কাছ থেকে ২ লক্ষ ঘুষ চান বলেও জানান তিনি। টাকা না দিলে কড়া মামলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন। শনিবার গ্রাম প্রধান পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।পুলিশের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রায়বেরেলির পুলিশ সুপার যশবীর সিং গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি স্থানীয় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তদন্তের আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক মহল বলছে এটাই বিজেপি শাসিত রাজ্যের আসল ছবি। উত্তরপ্রদেশে ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নিদর্শন বুঝিয়ে দিল পুলিশ কতটা দলদাসে পরিণত হয়েছে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version