Thursday, August 21, 2025

যোগীরাজ্যে পুলিশের স্বেচ্ছাচারিতা, নাটকের আয়োজকের সঙ্গে অভব্য আচরণ উর্দিধারীদের

Date:

বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যে ক্ষমতার অপব্যবহার।উত্তরপ্রদেশের নাসিরাবাদে (Nasirabad, Uttarpradesh) এক নাটকের সংস্থার আয়োজককে থুতু চাটতে বাধ্য করল পুলিশ! ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই শোরগোল দেশ জুড়ে। যোগীরাজ্যের পুলিশের (UP Police) সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক মহল।

নাসিরাবাদের কাপুরপুর গ্রামের প্রধানের এক প্রতিনিধি সুশীল শর্মা দীপাবলি উপলক্ষ্যে গ্রামে একটি নাটকের আয়োজন করা হয়। প্রশাসনের অনুমতি ছাড়া এই অনুষ্ঠান হচ্ছে বলে অভিযোগ ওঠে। এরপর পুলিশ রাতেই অনুষ্ঠান মঞ্চে পৌঁছে আয়োজক সুশীলকে রীতিমতো হুমকি দিতে থাকে। তিনি নাটক বন্ধ করতে রাজি না হলে সুশীল শর্মা এবং তাঁর সহযোগীদের আটক করে থানায় নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্থা করা হয়। থানায় মেঝেতে তাঁকে থুতু চাটতেও বাধ্য করে পুলিশ। গ্রামের প্রধান এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, নাসিরাবাদের এসএইচও শিবকান্ত পাণ্ডে তাঁর কাছ থেকে ২ লক্ষ ঘুষ চান বলেও জানান তিনি। টাকা না দিলে কড়া মামলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন। শনিবার গ্রাম প্রধান পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।পুলিশের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রায়বেরেলির পুলিশ সুপার যশবীর সিং গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি স্থানীয় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তদন্তের আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক মহল বলছে এটাই বিজেপি শাসিত রাজ্যের আসল ছবি। উত্তরপ্রদেশে ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নিদর্শন বুঝিয়ে দিল পুলিশ কতটা দলদাসে পরিণত হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version