Wednesday, November 5, 2025

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জোর টক্কর! এগিয়ে ট্রাম্প, ব্যবধান কমাচ্ছেন কমলা

Date:

টান টান উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের (US President Election) ফলাফলে। কে জিতবেন ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস? বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে অনেকটাই এগিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক প্রবণতা জারি থাকলে দ্বিতীয়বার কুর্সিতে বসতে চলেছেন তিনিই। তবে প্রত্যাবর্তনের সম্ভাবনা এখনও রয়েছে ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসেরও।

শেষ পাওয়া খবর অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২৪৭ ইলেকট্রোরাল ভোট। ম্যাজিক ফিগার ২৭০ থেকে খুব বেশি দূরে নেই তিনি। প্রাথমিক ট্রেন্ডের ধাক্কা সামলে অবশ্য লড়াইয়ে ফিরছেন কমলাও। তিনি ব্যবধান অনেকটা কমিয়ে আনতে সমর্থ হয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী এই মুহূর্তে ২১৪টি ইলেকট্রোরাল ভোট পেয়েছেন। অর্থাৎ ব্যবধান এখন ৩৩-এর।

প্রাপ্ত ভোটের হিসেবে এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫১ শতাংশ ভোট। আর কমলা পেয়েছেন ৪৭.৬ শতাংশ ভোট। মোট ৬ কোটি ৬১ লক্ষ ভোট পেয়েছেন ট্রাম্প, কমলার প্রাপ্ত ভোট ৬ কোটি ১৪ লক্ষ। জোরদার লড়াই চলছে উভয়ের মধ্যে।

এখন পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে, তাতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট দখল করে নিয়েছেন রিপাবলিকানরা। ওহাইও এবং পশ্চিম ভার্জিনিয়ায় জিতে যাওয়ার সঙ্গে সঙ্গে রিপাবলিকানদের দখলে আসে উচ্চকক্ষ। অর্থাৎ আগামী বছর কংগ্রেসের একটি কক্ষ অন্তত ডোনাল্ড ট্রাম্পের দলের দখলে থাকা নিশ্চিত। আপাতত সেনেটে রিপাবলিকানের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫১। আর ডেমোক্র্যাটদের সংখ্যা ৪২।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাথমিক প্রবণতায় অনেকটাই এগিয়ে গিয়েছিলেন ট্রাম্প। এখন খেলা ঘোরাচ্ছেন কমলা। শেষপর্যন্ত তিনি জয়ের হাসি হাসতে পারেন কি না, তা-ই দেখার। এখনও পর্যন্ত ট্রাম্প যে ১৫ প্রদেশে এগিয়ে আছে তার মধ্যে ফ্লোরিডা, টেক্সাসের মতো প্রদেশগুলিতে জয়ী হয়েছে রিপাবলিকানরা। কমলার ঝুলিতে রয়েছে নিউ ইয়র্ক, ইলিনয়েস-সহ বেশ কয়েকটি প্রদেশ।

বিভিন্ন বুথফেরত সমীক্ষায় ডেমোক্র্যাট প্রার্থীক কমলা হ্যারিসকে এগিয়ে রেখেছিল। এনবিসি-র বুথফেরত সমীক্ষায় বলা হয়েছিল ৪৮ শতাংশ সমর্থন পাবেন কমলা আর ৪৪ শতাংশ ট্রাম্প। কিন্তু ৫১ শতাংশের সমর্থন এখন ট্রাম্পের দিকে, কমলার দিকে ৪৭ শতাংশ।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version