Wednesday, November 5, 2025

কালো টি-শার্ট-সানগ্লাসে জন্মদিনে অন্য মেজাজে অভিষেক, মেটালেন কর্মী-সমর্থকদের আবদার

Date:

তাঁর জন্মদিন প্রতি বছর মতো এবারও প্রবল উৎসাহী তৃণমূলের কর্মী-সমর্থকরা। দুপুর থেকেই কালীঘাটে তাঁর বাড়ির সমানে উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার, নির্দিষ্ট সময়ে সবার সঙ্গে এসে দেখা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পরেন কালো ফুল স্লিভ টি-শার্ট। চোখে কালো সানগ্লাস। তাঁকে দেখেই প্রবল উৎসহ ছড়িয়ে পড়ে কর্মী-সমর্থকদের মধ্যে।

লোকসভা নির্বাচনের পরে চোখের চিকিৎসার জন্য বেশ কিছুদিন রাজনৈতিক কর্মসূচির বাইরে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। রাজ্যে উপনির্বাচনের আগেই আমতলায় বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ শুরু করবেন অভিষেক। তার আগে জন্মদিনে কালীঘাটে অন্য মেজাজে অভিষেক। কালীঘাটের বাড়ির বাইরে সমর্থক ও দলীয় নেতা কর্মীদের ভিড় উপচে পড়ছিল। সবার আবদার মেটান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেলফি তোলেন, টিশার্টে অটোগ্রাফ দেন। সবার আনা উপহার, ফুল গ্রহণ করেন। তাঁর জন্য আনা সবকটা কেক কাটেন অভিষেক। সবার সঙ্গে আলাপচারিতায় একেবারে পুরোনো মেজাজে ছিলেন তিনি।

‘শুভ জন্মদিন, দাদা’, ‘জন্মদিনে দাদাকে শুভেচ্ছা’ পোস্টারে ঢেকে যায় এলাকা। ধামসা-মাদল বাজানো হয়। সবার সঙ্গেই দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সর্বক্ষণ অভিষেকের সঙ্গী ছিল তাঁর কন্যা ও পুত্র। ফের নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন অভিষেক। চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বলে খবর। তার আগে এদিন দলীয় কর্মীদের নিয়ে একদম অন্য মেজাজে জন্মদিন পালন করলেন অভিষেক।







Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...
Exit mobile version