জুনিয়র ডাক্তারদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে। তীব্র শ্লেষ দাগলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা ভেবেছিল সলিড খেলা খেলেছে, তারা ভাবেনি নিহত ডাক্তারি পড়ুয়ার পরিবার অমিত শাহকে চিঠি লিখবেন। আর অমিত শাহ দেখাও করবেন না নিহত ডাক্তারি পড়ুয়ার মা-বাবার সঙ্গে। পত্রাঘাতের জায়গায় পদাঘাত করে চলে যাবেন। আন্দোলনটা শেষ হয়ে গিয়েছে তখনই।
মদন মিত্র আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গায় আবার ফিরে এসেছেন।
আরজি করের নির্যাতিতা ও নিহত ডাক্তারি পড়ুয়ার নির্মম পরিণতির সুবিচার চেয়ে শহরজুড়ে আন্দোলন শুরু হয়েছিল। জুনিয়র ডাক্তাররা লাগাতার ধরনা অবস্থানে শামিল হয়েছিলেন। কিন্তু তাঁদের সেই আন্দোলনের অভিমুখ পরিবর্তন হয়ে গিয়েছিল। নির্যাতিতার সুবিচারের দাবির থেকেও আন্দোলন বেশি মাত্রায় রাজনৈতিক ফায়দা তোলার মঞ্চ হয়ে উঠেছিল। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বারবার বিরোধী রাজনৈতিক দলগুলি ইন্ধন জুগিয়ে গিয়েছে। চেষ্টা করেছে রাজনৈতিক ফায়দা তোলার। কিন্তু আদতে কোনও লাভই হয়নি বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায় সহিষ্ণুতা দেখিয়ে প্রকৃত অভিভাবকের মতো জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন।
অমিত শাহ পদাঘাত করেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ মদন মিত্রের
Date:
Share post: