আজ ছট পুজো (Chot Puja)। সমাজমাধ্যমে সকলকে এই উৎসবের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বিকেলে তিনি গঙ্গার ঘাট পরিদর্শন করবেন বলে জানা গেছে।

প্রত্যেক বছরই ছট পুজোর দিন গঙ্গার ঘাট গুলিতে পুজো কেমন হচ্ছে তা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এ বছরও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। নবান্ন (Nabanna) সূত্রে খবর, আজ বিকেল ৩টের সময় এই দু’টি ঘাট পরিদর্শনে যাবেন মমতা। তাঁর সঙ্গে থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রথমে যাবেন দইঘাটে। এর পরে তক্তাঘাটে ছট পুজোর অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
